স্নিগ্ধা হালদারঃ এখন সব মানুষের প্রত্যেক মুহূর্তের সঙ্গী স্মার্ট ফোন। সিনেমা ওয়েবসিরিজ দেখা থেকে শুরু করে, যেকোনো তথ্য জানা সব কিছুতেই স্মার্ট ফোনের অবাধ বিচরণ। আর এর মাঝেই যদি অবাঞ্ছিত বিজ্ঞাপন চলে (Mobile Ads) আসে যা সকলেই বিরক্তির কারন। তবে মোবাইলের এই বিজ্ঞাপন থেকে মুক্তিরও উপায় আছে। জানুন, কিভাবে মোবাইলের এই বিজ্ঞাপন বন্ধ করা যায়।
কত মুল্যে মিলবে ব্লু টিক? জানালেন মাস্ক
এখানে আমরা এমন এক পদ্ধতি বলব যা অনুসরণ করলেই কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই অবাঞ্ছিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন আপনি। করতে হবে না পয়সা খরচও।
বিজ্ঞাপন বন্ধ করার উপায় | Remove Mobile Ads
আপনাকে ফোনের প্রাইভেট ডিএনএস অপশন চালু করতে হবে। আসুন জেনে নিন কিভাবে এই অপশন অ্যাক্টিভ করবেন।
১. এই অপশন চালু করতে প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস এ যান।
২. নেটওয়ার্ক ও কানেক্টিভিটি তে এই প্রাইভেট ডিএনএস (Private DNS) ফিচারটি পাবেন। কিছু ফোনে আলাদা ভাবে থাকে। সেক্ষেত্রে সেটিংস এ প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করুন।
৩. তারপর এই প্রাইভেট ডিএনএস অপশন এ টাচ করুন।
৪. এখানে আপনি ৩টি অপশন পাবেন যথা অন, অটো, প্রাইভেট ডিএনএস ।
৫.একেবারে নিচে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট এর নাম লেখার জায়গা থাকবে সেখানে টাচ করুন।
৬. এই জায়গাতে dns.adguard.com টাইপ করে সেভ করুন।
৭.এরপর সমস্ত উইন্ডোটি ক্লোজ করে দিন।
এই সম্পূর্ণ কাজটি করতে পারলেই আপনি যে কোনো রকম বিজ্ঞাপন (Mobile Ads) থেকে মুক্তি পাবেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।