সন্তু সামন্তঃ “আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে……” মহালয়ার ভোরে আজও এই কণ্ঠে ঘুম ভাঙে ৮ থেকে ৮০-র। প্রথম সম্প্রচারের ৯০ বছর পেরিয়েও কালজয়ী এই সৃষ্টি। কিন্তু জানেন কি কেন আজও মহালয়ার ভোরে সম্প্রচার হয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহিষাসুরমর্দিনী? মাঝে অন্য কণ্ঠে একবার ব্রডকাস্ট করা হয়েছিল, কিন্তু সেটা ঐ একবারই। তারপর আবারও সেই চেনা সুর, আর চেনা ছন্দ।
সালটা ১৯৩০। মাত্র ২৫ বছর বয়সে তিনি যোগ দেন অল ইন্ডিয়া রেডিও তে ব্রডকাস্টার পোস্টে। ঠিক তার পরের বছরই তৈরি হয় মহিষাসুরমর্দিনী। স্ক্রিপ্ট লিখেছিলেন বানী কুমার। আর মিউজিক দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। সংস্কৃত ও বাংলা ভাষার মেলবন্ধনে তৈরি এই মহিষাসুরমর্দিনী তাঁর গলায় এক অন্য মাত্রা পায়। প্রায় ৯০ বছর পেরিয়ে আজও তাঁর সৃষ্টি অমর হয়ে রয়েছে আপামর হিন্দুমনে।
প্রসঙ্গত, মহিষাসুরমর্দিনী প্রতি বছর মহালয়ার ভোরে সম্প্রচারিত হয়। ১৯৩১ থেকে ১৯৫২ পর্যন্ত রেডিওতে লাইভ সম্প্রচার করা হত। তারপর থেকে আজ পর্যন্ত হয়ে আসছে রেকর্ডিং ব্রডকাস্ট।
১৯৭৬ এ পট পরিবর্তন করা হয়েছিল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর পরিবর্তে উত্তম কুমারের কণ্ঠে মহিষাসুরমর্দিনী সম্প্রচার করা হয়। কিন্তু শ্রোতাদের মনে দাগ কাটতে পারেনি এই সম্প্রচার। স্বাভাবিকভাবেই তারপর থেকে আবারও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এর কণ্ঠে তৈরি হওয়া মহিষাসুরমর্দিনী সম্প্রচারিত হওয়া শুরু হয়। আজও সেই ট্র্যাডিশন সমানে চলছে।
history of Mahisasurmardini by Birendra Krishna Bhadra on Mahalaya
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ