কোয়েল দত্ত : আগামী ২৭শে মে মুক্তি পেতে চলেছে অনুভব সিনহা – আয়ুষ্মান খুরানা জুটির নতুন সিনেমা “আনেক”। সবসময়ই খবরের শিরোনামে থাকে, অনুভব – আয়ুস্মান জুটি । এবার তারই নতুন ঝলক আসতে চলেছে খুব শিগগিরই।
অনুভব সিনহা পরিচালিত এই সিনেমায় দেখা যাবে, ভারতীয় হয়ে ভারতের জন্য যে প্রান্ত থেকেই আমরা লড়াই করি না কেন? বৈচিত্র্যর সমন্বয়ে আমরা সবাই এক। ট্রেলারে আয়ুষ্মান খুরানার কিছু সংলাপ সিনেপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে ।
৫ ই মে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার । দুর্ধর্ষ সংলাপ, চিত্রনাট্য ও ভরপুর অ্যাকশনে ভরা সিনেমার ট্রেলার ইতিমধ্যে সাড়া ফেলেছে দর্শক মহলে । “আর্টিকেল ১৫” এর পর দর্শকদের আবার নতুন কোন চমক দিতে চলেছে এই সিনেমা? সেটাই এখন দেখার।