দেবস্মিতা দলুই : অশনির দাপটে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুন্নাপল্লী উপকূলে ভেসে আসতে দেখা যায় একটি সোনালি রঙের রথের আকৃতির কাঠামো। স্থানীয় গ্রামবাসীরা সেটিকে দড়ি দিয়ে বেঁধে তীরে নিয়ে আসেন।
অনুমান করা হচ্ছে যে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে হয়তো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি অর্থাৎ, মায়ানমার, থাইল্যান্ড বা মালয়েশিয়ার দিক থেকে এই রথটি ভেসে এসেছে। ওখানকার মঠের আকৃতির সাথে সাদৃশ্য রয়েছে এই রথটির।
রথটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয় নাবিক ও গ্রামবাসী সহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষ।
সান্থাবোমালি গ্রামের কর্মকর্তাদের মতে, এটি কোনো বিদেশ থেকে আগত রথ নয়। নৌপদ গ্রামের এসআই জানিয়েছেন , ভারতীয় উপকূলে কোথাও কোনো ছবির শ্যুটিং করার জন্য এই রথটি ব্যবহার করা হচ্ছিল। ঘূর্ণিঝড়ের উচ্চ জলোচ্ছ্বাসের কারণে হয়তো এটি শ্রীকাকুলামের তীরে এসে উপস্থিত হয়েছে। যদিও সমুদ্রের জলে ভেসে আসা রথের উৎস খুঁজতে ব্যস্ত অনেকেই ।