ওয়েব ডেস্কঃ কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের (Dwijendralal Roy) ১৬০ তম জন্মদিবস উপলক্ষে আজ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে (krishnagar collegiate school) একটি আবক্ষ মূর্তি (statue) স্থাপন করা হল।
আবরণ উন্মোচন করেন সদর মহকুমা শাসক চিত্রদীপ সেন। সকাল সাড়ে সাতটায় এ ভি স্কুলের মোড় থেকে কলেজিয়েট স্কুল পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। ছাত্রছাত্রীদের সামনে তাঁর সাহিত্য সৃষ্টির স্মৃতিচারণা করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় ও মহকুমা শাসক চিত্রদীপ সেন।
প্রসঙ্গত তাঁর দেশাত্মবোধক গান “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” আজও সমান জনপ্রিয়। একাধারে কবি অপরদিকে নাট্যকার। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল – সাজাহান, একঘরে, মেবার-পতন, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ ইত্যাদি। তাঁর সৃষ্টিকর্মের ছত্রে ছত্রে ফুটে উঠেছে দেশপ্রেম।
কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ১৬০ তম জন্মতিথিতে টিম নবচেতন জানায় সশ্রদ্ধ প্রণাম।