তিয়াশা ভক্তাঃ সিনেমহলে অক্ষয় কুমার (Akshay Kumar) এক উজ্জ্বল তারকা। সব ভাষাভাষী মানুষের মনে জায়গা করে নিয়েছে এই বলিউড খিলাড়ি। তবে এখন আর বলিউডের গণ্ডিতে আবদ্ধ নয় । মহেশ মঞ্জেকর (Mahesh Manjrekar) পরিচালিত ‘বেদাত মারাথে বীর দৌদালে সাত’ (Vedat Marathe Veer Daudale Saat) এর হাত ধরে তার গ্র্যান্ড ওপেনিং হবে মারাঠি (Marathi) সিনেমহলে।
ছত্রপতি শিবাজী ইতিহাসের পাতায় এক অন্যতম ব্যক্তিত্বময় চরিত্র। সেই মহারাজার চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে এই বলিউড রাজাকে। ইতিহাসের পাতার গৌরবময় অধ্যায় শিবাজী মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বড়ো পর্দায় ফুটিয়ে তোলার লক্ষ্যে সাতজন বীর যোদ্ধার কাহিনী নিয়ে তৈরি হলো ভাসিম কুরেশি প্রযোজিত ‘ বেদাত মারাথে বীর দৌদালে সাত ‘ মুভিটি।
মারাঠি সিনেজগতে অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নায়ক। তিনি বলেছেন শিবাজী মহারাজের চরিত্রে অভিনয় করা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন।তবে এই চরিত্রে শুধু অভিনয় নয় এই অভিনয়টা অত্যন্ত দায়িত্বের বলে মনে করেছেন তিনি। মহেশ মঞ্জেকরের সাথে এটি তাঁর প্রথম কাজ তাই নতুন অভিজ্ঞতার জন্য অত্যন্ত আগ্রহী আক্কি।
পরিচালক মহেশ মঞ্জেকর জানিয়েছেন এই প্রজেক্টটি করতে সাত বছর গবেষণা করেছেন তিনি। শিবাজী চরিত্র অভিনয়ের জন্য অক্ষয় কুমারকে পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। তিনি আরও জানিয়েছেন এখন পর্যন্ত এটিই হবে সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র। এটি মুক্তির সাথে সাথে মানুষ জানতে পারবে সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা শিবাজী মহারাজের গল্প ।
মঙ্গলবার মুম্বাইয়ে এই মুভির এক বিশাল মহরত অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধি, এমএনএস এর প্রধান রাজ ঠাকরেসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । মুখ্যমন্ত্রী অনেক শুভকামনার সাথে বলেছেন এই মুভিটি সুপারহিট হবে। রাজ ঠাকরে ছবিটির সুন্দর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। ভিন্ন রূপে ভক্তদের কাছে পৌঁছাতে বেশ উৎসাহিত নায়ক। তবে এই মুভিটি যে রীতিমতো ভক্তদের অবাক করাবে এব্যাপারে নিশ্চিত তিনি। এখন মুভিটির শুভ মুক্তির অপেক্ষায় দিন গুনছে ভক্তরা।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।