তিয়াশা ভক্তা: দেশ জুড়ে জয়ের উল্লাস। রাষ্ট্রপতি পদে ফের প্রত্যাবর্তন বামপন্থী পার্টির। ঘোষিত হলো ব্রাজিলের ভোটের ফলাফল। জয়ী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা (Luiz Inácio Lula da Silva)।
কার দখলে আসবে রাষ্ট্রপতির সিংহাসন এই নিয়ে বেশ কিছুদিন জল্পনা কল্পনা চলছিল দেশবাসীর মধ্যে। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে জয়ের হাসি হাসলো বামপন্থী পার্থী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ৫০.৮৩ শতাংশ ভোট পেয়ে হারালো বিরোধী প্রার্থী জাইর বলসোনারোকে। যেখানে বলসোনারোর প্রাপ্ত ভোট ৪৯.১৭ শতাংশ। চার বছর আগে জয় লাভ করেছিলেন বলসোনারো যিনি ‘ ট্রপিক্যাল ট্রাম্প ‘ নামেও পরিচিত। কিন্তু কোভিড – ১৯ চলাকালীন তার প্রতিরোধে সরকার বিপর্যয় ঘটানোর জন্য বেশ সমালোচনার মুখোমুখি হতে হয় তাঁকে।
প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ত্ব সামলেছেন সিলভা। যেখানে বামপন্থী দল নিশ্চিহ্ন হতে বসেছে সেখানে বামপন্থী দলের জয় জয়কার । দীর্ঘ ১২ বছর পর ৭৭ বছর বয়সে রাষ্ট্রপতির সিংহাসনে আবারও দেখা যাবে এই ব্যক্তিত্বকে। এই নিয়ে তিন বার তিনি অলংকৃত করতে চলেছেন রাষ্ট্রপতির সিংহাসন। সাও পাওলো হোটেলে জনতার মাঝে লুলা সিলভার বলেছেন আজকে একমাত্র বিজয়ী হলো ব্রাজিলের জনগন। তিনি বলেছেন সেখানে দুটো ব্রাজিল নয়, আমরা এক দেশ, এক মানুষ, এক জাতি।
সূত্রে খবর, লুলার প্রত্যাবর্তনের অনুষ্ঠান সগৌরবে পালিত হবে আগামী বছরের ১ লা জানুয়ারিতে ।
Luiz Inácio Lula da Silva |