মৌপিয়া মাইতিঃ ভারতের রাজনৈতিক ইতিহাসে সংহতি রক্ষায় যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি লৌহমানব হিসাবেও পরিচিত। ৩১ অক্টোবর বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবস (Rashtriya Ekta Diwas) পালন করা হয়। ভারতের ঐক্য রক্ষায় এবং ভারতের ইতিহাসে তার অবদান স্মরণ করে ভারত সরকার ২০১৪ সালে এই দিনটি প্রবর্তন করেছিলেন।
চলন্ত গাড়ি থেকেই ফাটছে বাজি ! অভিযুক্ত তিন
জাতীয় ঐক্য দিবস দেশের অন্তর্নিহিত শক্তি এবং স্থিতিস্থাপকতাকে পুনরায় নিশ্চিত করার একটি সুযোগ প্রদান করবে- এই ভাবনা নিয়েই দিনটি পালন করা হয়। বল্লভভাই প্যাটেলকে সম্মান জানিয়ে, ভারত সরকার গুজরাটের নর্মদা নদীর কাছে ঐক্যের প্রতীক হিসাবে বল্লভভাই প্যাটেলের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি নির্মাণ করেছেন।
এই দিনটিতে সরকারী কার্যালয়ে একটি অঙ্গীকার পাঠ করা হয় –
” আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি যে আমি জাতির ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় নিজেকে উৎসর্গ করব এবং আমার দেশবাসীর মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।আমি আমার দেশের সংহতিকরণের চেতনায় এই অঙ্গীকার করছি যা সর্দার বল্লভভাই প্যাটেলের দৃষ্টিভঙ্গি ও কর্মের দ্বারা সম্ভব হয়েছিল।আমি আমার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আমার নিজের অবদান রাখার জন্য আন্তরিকভাবে সংকল্প করছি। “
পরিবার, সমাজ বা জাতি সব পর্যায়েই ঐক্য অপরিহার্য। পুরো দেশ আজ সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্প থেকে অনুপ্রেরিত হচ্ছে।
Rashtriya Ekta Diwas | Vallabhbhai Patel
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ