ইন্দ্রাণী লাহাঃ এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হল মেটার হোয়াটসঅ্যাপ। বর্তমানে প্রায় পাঁচ বিলিয়নের বেশি ব্যাবহারকারী রয়েছে এই অ্যাপটির । নিজেদের গ্রাহকদের জন্য এবার আগের থেকে অনেক বড় মাপের ফাইল আদান প্রদান করার পরিষেবা এবং অনেক বেশি সংখ্যক ব্যবহারকারীকে একত্রিত হওয়ার সুবিধা দিল হোয়াটস্যাপ । এমনকি এবার থেকে কোনো কথার পরিপ্রেক্ষিতে রিয়াক্ট করতে পারবেন ব্যবহারকারীরা – এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে চ্যাট করতে সকলেই ভালোবাসে। তাই হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এলো ফেসবুক মেসেঞ্জারের মতই এক নতুন ফিচার – রিয়েক্ট। এখন আপডেটেড ভার্সনে প্রতিটি চ্যাটে নিজের রিয়্যাকশন বা মনোভাব ইমোজির মাধ্যমে ব্যক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এই প্রসঙ্গে মেটার সিইও মার্ক জুকারবার্গ নিজের ফেসবুকে ওয়ালে পোস্ট করেন।
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর হোয়াটসঅ্যাপে এখন ২ জিবি ফাইল পর্যন্ত আদান-প্রদান করার নতুন ফিচার এসেছে। ১০০ মেগাবাইট থেকে ২ গিগাবাইট – এই বিরাট পরিবর্তন ব্যবসা পড়াশোনা সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র বা ডেটা আদান প্রদানে সুবিধা করে দেবে ।
এছাড়াও আরও একটি বিরাট পরিবর্তন এসেছে হোয়াটসঅ্যাপের গ্রুপ ফিচারে। আগে প্রতিটি হোয়াটস্যাপ গ্রুপে ২৫৬ জন করে সদস্য হতে পারতো আর এখন সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫১২, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এমনকি গ্রুপ কলের ক্ষেত্রে আগে চারজন একসাথে অংশগ্রহণ করতে পারত এখন সেখানে ৩২ জন একসাথে অংশ নিতে পারবেন।
আরো অনেক ছোট ছোট পরিবর্তন এসেছে হোয়াটসঅ্যাপে। যেমন হোয়াটসঅ্যাপ কলিং-এ ওয়ালপেপার সেট, হোয়াটসঅ্যাপ ভয়েজ এর জন্য চ্যাট না খুলে ব্যাকগ্রাউন্ডেই সমস্তটা অডিও শোনার সুবিধা ইত্যাদি।