অঋনদম সরকারঃ পোস্ট অফিসে যাওয়ার অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই কমবেশি আছে । একরাশ চিঠি , কাগজ পত্র , দলিল দস্তাবেজ এবং রকমারি পার্সেলের ভিড় চোখে পড়েনি এমনটা একেবারেই নয়।
কিন্তু একবার ভাবুন যদি আপনার চেনা পোস্ট অফিস রাতারাতি ভোল বদলে সম্পূর্ণ নতুন সাজে ভিন্টেজ লুক নিয়ে আপনার সামনে হাজির হয় তাহলে ব্যাপারটা কেমন হবে ? যদি পোস্ট অফিসেই খোলা যায় আস্ত একটা ক্যাফে তাহলে বোধহয় মন্দ হবেনা ? আড্ডার ফাঁকে সেরে নেওয়া যাবে দরকারি কাজও ।
তরুণ প্রজন্মের মধ্যে ডাক পরিষেবার ব্যাপারে আগ্রহ বাড়িয়ে তুলতে এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। সম্প্রতি নারী দিবসের দিন কলকাতা জিপিও (Kolkata GPO)-র শতাব্দী প্রাচীন গম্বুজের অলিন্দে আত্ম প্রকাশ করল ‘শিউলি দ্য পার্সেল ক্যাফে’ (Siuli the Parcel Cafe)।
নতুন প্রজন্মের আড্ডার নয়া আস্তানা হল ক্যাফেটেরিয়া আর তাই তাদের মধ্যে ডাক বিভাগের পরিষেবাকে জনপ্রিয় করে তুলতে এই উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ(India Post) । আত্মপ্রকাশ করল দেশের প্রথম পার্সেল ক্যাফে ।
দেখে নিন গুগল ম্যাপ –
তরুন প্রজন্মের কথা মাথায় রেখে জোর দেওয়া হয়েছে ক্যাফের ইন্টিরিয়রের উপর । থিমের ওপর ভর করে সেজে উঠছে ক্যাফে । পার্সেল বুকিং থেকে শুরু করে ডাক বিভাগ (India Post)-এর স্ট্যাম্প কেনা যাবতীয় পরিষেবা মিলবে সেখানে।
কেনা যাবে বিশেষ কফি মাগ , ফিলাটেলি (স্ট্যাম্প সংগ্রহ) অ্যালবাম থেকে শুরু করে সিলভার ট্রিঙ্কেট । পাওয়া যাবে গঙ্গোত্রী থেকে প্যাকেজ করা গঙ্গার জলও । এছাড়াও থাকবে বিভিন্ন উপহার সামগ্রীর কাউন্টার যেখান থেকে প্রিয়জনদের জন্য উপহার কিনতে পারবেন আপনারা ।
পাশাপাশি দার্জিলিং চায়ের ওপর স্পেশ্যাল কভারও প্রকাশিত হবে। বাঙালীর আড্ডা হবে আর চা থাকবেনা এমনটা তো হয়না তাই সেই কথা মাথায় রেখে থাকছে চা-কফি এবং টুকিটাকি খাবারও।
ক্যাফেতে বিশেষ আকর্ষন মাই স্ট্যাম্প । নিজের ছবি দিয়ে তৈরি করিয়ে নিতেই পারেন স্ট্যাম্প । মজার বিষয় হল, ক্যাফের জন্য পুরানো টেবিল এবং চেয়ারগুলিকে রং করে পুনরায় ব্যবহার করা হয়েছে ।
কলকাতা অঞ্চলের পোস্টমাস্টার-জেনারেল নীরজ কুমার বলেন ,মানুষের পোস্ট অফিসে আসাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা ভেবেছিলাম পার্সেল-বুকিং, প্যাকেজিং, গিফট-প্যাকিং, এক দিনে ডেলিভারির জন্য বুকিং-এর নির্দিষ্ট একটা কাউন্টার নিবেদিত এমন একটা জায়গা এবং যেখানে একটি ক্যাফেও থাকবে, আর এর মূল লক্ষ্য হল যাতে তরুণ প্রজন্ম পোস্ট অফিসে আসার আগ্রহ অনুভব করে ।
রঙীন দেওয়াল , দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি ,অ্যান্টিক ,রানারদের দ্বারা ব্যবহৃত পুরানো বর্শা এক নতুন রূপ দিচ্ছে “শিউলি দ্য পার্সেল ক্যাফে”কে । এবার শুধু আপনার ঘুরে আসার অপেক্ষা ।