চন্দ্রিমা দাসঃ রাত পোহালেই রাখী পূর্ণিমা। ঘরে ঘরে বোন আর দিদিদের এখন আয়োজনের তোড়জোড় চলছে তাদের আদরের ভাইদের জন্য। পছন্দের মিষ্টি, খাবার, আর সব থেকে সুন্দর একটা রাখী, যেটা তাদের ভাই – বোনের সম্পর্কের বন্ধনকে আরো জোরালো করে। তবে ব্যস্ততা যে শুধু বোনেদের আছে তা নয়, ভাইদেরও আছে। প্রিয় বোনের জন্য প্রিয় উপহার বাছাই করা কি আর সোজা কথা!
প্রতিবারই তো টাকা, শাড়ি, ব্যাগ, গয়না বা প্রসাধন সামগ্রী ইত্যাদি ধরণের উপহার দিয়ে থাকেন। কেমন হয় যদি এইবারের রাখীর উপহার একটু অন্যরকম হয়? এমন কিছু যা আপনার সাধ্যের মধ্যেও হবে আবার আপনার বোনের ভবিষ্যৎ এও কাজে আসবে।
চলুন জেনে নেওয়া যাক, কী সেই পাঁচটি উপহার
১) ফিক্সড ডিপোজিট – নিজের সাধ্য অনুযায়ী এককালীন কিছু পরিমাণ টাকা হাতে না দিয়ে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে বোনকে উপহার দিতে পারেন।
২) মিউচুয়াল ফান্ড – মিউচুয়াল ফান্ডের সুদের হার বেশ বেশী তাই বিনিয়োগ করলে ভালো লাভ হয়। বোনের ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ডে টাকা রেখেও সেটা উপহার দিতে পারেন।
৩) স্বাস্থ্য বীমা – আধুনিক জীবনে স্বাস্থ্য বীমা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই রাখী বন্ধনে বোনের নামে স্বাস্থ্য বীমা করে তার প্রিমিয়াম দিয়ে তাকে উপহার দিতে পারেন। যেহেতু বিভিন্ন ধরণের প্রকল্প বাজারে আছে তাই অনায়াসেই সাধ্যের মধ্যে একটা বীমা করতে পারবেন।
৪) ডিজিট্যাল গোল্ড – সোনা বরাবরই লাভজনক একটি বিনিয়োগ। আর ভারতীয় সংস্কৃতিতে সোনা ধাতুটিকে বড়ো শুভ বলে মনে করা হয়। তবে দামের জন্য সব সময় সব মুহূর্তে সোনার গয়না কেনা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ডিজিট্যাল গোল্ড যথেষ্ট লাভজনক। কারণ নিজের সাধ্য অনুযায়ী টাকা দিয়ে সেই পরিমাণ সোনা কেন যায়। তাই ডিজিট্যাল গোল্ড এ বিনিয়োগ করে সেটি নিজের বোনকে উপহার দিতে পারেন।
৫) শেয়ার মার্কেট স্টক – বোনের ভবিষ্যৎ এর কথা পরিকল্পনা করে স্টক উপহার দিতে পারেন। শেয়ার মার্কেটের ব্লু চিপ কোম্পানিতে দীর্ঘ মেয়াদী লগ্নি করে লাভ পেতে পারেন। প্রয়োজনে মার্কেট বিশেষজ্ঞদের কাছে বিনিয়োগ সম্পর্কিত পরামর্শ নিতে পারেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ