ওয়েব ডেস্কঃ পানিপথে (Plant) ভারতের প্রথম দ্বিতীয় প্রজন্মের (2G) ইথানল প্ল্যান্টের (2G ethanol plant) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায় এই প্ল্যান্ট দিল্লী সংলগ্ন এলাকায় দূষণ রোধে এবং কৃষি আয় বাড়াতে বড় ভুমিকা নেবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণের সময় নরেন্দ্র মোদী বলেন প্রায় 900 কোটি টাকা মূল্যের এই প্ল্যান্টটি বছরে 3 লক্ষ মেট্রিক টনের সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গমনে সাশ্রয় করবে যা বছরে প্রায় ষাট হাজার গাড়ি রাস্তা থেকে সরানোর সমান।
শুধু দূষণ রোধ ই নয়, প্রাইভেট ফার্ম প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্মিত ‘ইনফিনিটি’ প্রযুক্তির এই প্রকল্পটি আত্মনির্ভর ভারত-এর একটি বড় নিদর্শন।
পানিপথের পর দেশের বিভিন্ন স্থানে ইথানল প্ল্যান্ট স্থাপন করা হবে। দূষণ-সৃষ্টিকারী খড় ব্যবহার করা হবে ইথানল উৎপাদনে ফলে কৃষকদের আয়ও বাড়াবে। বিশ্ব জৈব জ্বালানি দিবসে এই প্ল্যান্টটি উদ্বোধন করে প্রধান মন্ত্রী বলেন পানিপথ প্ল্যান্টটি হবে এশিয়ার বৃহত্তম প্ল্যান্ট।