ওয়েব ডেস্কঃ দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স (MonkeyPox)। এমনিতেই নতুন করে কোভিড সংক্রমণ নিয়ে ভয়ে আছে মানুষ। তারই মধ্যে উপস্থিত মাঙ্কি পক্স ভাইরাস যা পক্সভিরিডি (Poxviridae) পরিবারের অর্থোপক্স ভাইরাস গণের (Orthopoxvirus genus) সদস্য। স্ব-সীমিত এই ভাইরাসের উপসর্গ সাধারণত ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়। কিছু ক্ষেত্রে ঘটতে পারে মৃত্যু ও।
মাঙ্কি পক্স নিয়ে গাইড লাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। সেই গাইড লাইন অনুযায়ী জেনে নেওয়া যাক এই মারণ ভাইরাসের উপসর্গ ও তার থেকে বাঁচার উপায় গুলো।
মাঙ্কি পক্স এর সাধারন উপসর্গ গুলি হলঃ
১। জ্বর
২। মুখে সহ হাত পায়ের ত্বকে র্যাশ ও ফোঁড়া
৩। লসিকা গ্রন্থি স্ফীত হয়ে ওঠা
৪। মাথা ও পেশী তে যন্ত্রণা অনুভব
৫। গলা ব্যথা ও সাথে কাশি
মাঙ্কি পক্স এর ফলে যেসব শারীরিক জটিলতা দেখা দিতে পারেঃ
১। চোখে ব্যথা বা আবছা দৃষ্টি
২। শ্বাস নিতে অসুবিধা
৩। বুকে ব্যথা অনুভব
৪। মস্তিষ্কে অস্বাভাবিকতা ও খিঁচুনি
৫।মূত্রের পরিমান হ্রাস।
কাদের আক্রন্ত হওয়ার আশঙ্কা বেশীঃ
১। সহ-অসুস্থতা (Co-Morbidity) থাকা ব্যক্তিরা আক্রান্ত হতে পারেন।
২। সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা কম যাদের তাঁরা সাবধানে থাকবেন।
কীভাবে সংক্রমন ঘটায় এই মাঙ্কি পক্সঃ
১। সরাসরি শারীরিক স্পর্শে, শারীরিক তরলের মাধ্যমে, যৌন সংস্পর্শে বা ক্ষত স্থানের নির্যাস দ্বারা এই রোগ ছড়াতে পারে।
২। রোগাক্রান্ত মানুষের জামা-কাপড়, অন্তর্বাস থেকেও ছড়ায় এই জীবাণু।
মাঙ্কি পক্স আক্রান্ত দের জন্য সতর্কীকরণঃ
১। রোগী কে নিভৃতবাসে থাকতে হবে।
২। আক্রান্ত ব্যক্তিকে মাস্ক পরে এবং ক্ষত স্থান কাপড়ে ঢেকে রাখতে হবে যাতে পার্শ্ববর্তী এলাকায় সংক্রমণ না ছড়ায়।
৩।উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ স্বাথ্য কেন্দ্রে জানান।
৪।সংক্রামিত ব্যক্তির ব্যবহার করা জিনিস যেমন বিছানা, তোয়ালে, পোশাক ইত্যাদি ছোঁয়া থেকে বিরত থাকুন।
৫। সর্বদা সাবান ও এলকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার রাখুন।
অযথা আতঙ্কিত হবেন না। নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন। অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।