সন্তু সামন্তঃ করোনাকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আগের থেকে অনেক বেড়েছে। সমীক্ষা বলছে, কোভিড পরবর্তী কালে আয়ের সঙ্গে ব্যয়ের বিস্তর ফারাক হয়েছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে। দৈনন্দিন খরচ সামলাতে এমনিতেই মধ্যবিত্তের হাঁসফাঁস অবস্থা। তার ওপর কাল থেকে দুধেও গুণতে হবে বাড়তি দাম।
কাল থেকে মাদার ডেয়ারির (Mother Dairy) দুধে লিটার প্রতি ২ টাকা দাম বাড়ছে। এই বাড়তি দাম কেবলমাত্র তরল দুধের ওপর প্রযোজ্য। দুগ্ধজাত অন্যান্য সমস্ত প্রোডাক্টের দাম অপরিবর্তিত থাকবে, সংস্থা সূত্রে এমনটাই খবর।
প্রসঙ্গত, বর্তমানে কলকাতা মাদার ডেয়ারির (লিঙ্ক – http://motherdairycalcutta.com/ ) সঞ্জীবনী দুধের দাম ২৭ টাকা (৫০০ মিলি)। স্বাস্থ্য সাথী দুধের দাম ২০ টাকা (৫০০ মিলি)। সুপ্রিম দুধের দাম ২৫ টাকা (৫০০ মিলি) । মা শক্তি নিও স্পেশাল দুধের দাম ১৯ টাকা (৫০০ মিলি)। প্রান সুধা দুধের দাম ২৩ টাকা (৫০০ মিলি)। আয়ুশ টোন্ড দুধের দাম ২২ টাকা (৫০০ মিলি)। সুস্বাস্থ্য লুজ মিল্ক ১৭ টাকা (৫০০ মিলি)।
তবে মাদার ডেয়ারির পাশাপাশি অন্যান্য সংস্থার দুধের দাম বাড়বে কিনা এই বিষয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনও খবর নেই।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ