সন্তু সামন্তঃ মহালয়ার দিন পিতৃপক্ষের সমাপ্তি ও প্রতিপদ থেকে দেবীপক্ষের শুরু হয়। আর এই মহালয়ার দিনেই হিন্দুরা তর্পণ করে থাকেন। পাশাপাশি দেবতা ও ব্রাহ্মণদের খাদ্যদ্রব্যাদি উৎসর্গ করেন। কিন্তু জানেন কি কেনই বা এই দিন তর্পণ করা হয় ? হিন্দুধর্ম মতে এই দিনটির গুরুত্বই বা কি রয়েছে ?
তর্পণ কি আর কেনই বা এই দিনটিতে তর্পণ করা হয় সেই নিয়ে মহাভারতে একটি গল্প রয়েছে।
কুরুক্ষেত্রে যুদ্ধের সময়ে মহাবীর কর্ণ মৃত্যুবরণ করে স্বর্গে গেলে খাবারের পরিবর্তে তাঁকে শুধু খেতে দেওয়া হল সোনা, আর অনেকরকমের ধনরত্ন। কর্ণ তো অবাক। কর্ণ তখন দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে দেবরাজ বলেন “দেখ বাপু তুমি তো সারাজীবন শুধু সোনাদানা বিলিয়েছ, পিতৃ পুরুষকে জল দিয়েছিলে ? দাওনি তো ? তাই তোমার জন্যে এই ব্যবস্থা।‘’
তখন মহাবীর কর্ণ বললেন – “এতে আমারই বা দোষ কোথায়? আমি তো আমার প্রকৃত পিতৃ পুরুষের কথা জানতেই পারলাম এই তো সেদিন। এর আগে তো আমি অধিরথকেই নিজের পিতা বলে জানতাম। যুদ্ধ শুরুর আগেরদিন রাতে মাতা কুন্তী এসে বললেন আমি নাকি তাঁর ছেলে, শ্রীকৃষ্ণও তো তাই বললেন। আর তারপর যুদ্ধে গিয়ে নিজের ভাইয়ের হাতেই মরতে হল, পিতৃ তর্পণের আর সুযোগ বা সময় দুটোর কোনটাই তো আমাকে দেওয়া হয়নি।”
ইন্দ্রদেব দেখলেন সত্যি তো, এতে কর্ণের তো কোন দোষ নেই। তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্যে মর্ত্যলোকে ফিরে যাবার অনুমতি দিলেন আর বললেন মর্ত্যলোকে গিয়ে তিনি যেন পিতৃ পুরুষকে জল দেন, এতেই তাঁর পাপস্খলন হবে।
কর্ণ ১৫ দিনের জন্য মর্ত্যে আসেন ও প্রতিপদ থেকে মহালয়া পর্যন্ত কালে পিতৃকার্য করেন। তাই মহালয়াতে সমাপ্ত পক্ষকে পিতৃপক্ষ বলা হয়।
কথিত আছে, এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ স্বর্গলোক ছেড়ে নেমে আসেন মর্ত্যলোকে। তাই কর্ণের মতোই হিন্দুরা আজও পিতৃপক্ষে তর্পণ করে থাকেন এবং দেবতা ও ব্রাহ্মণদের খাদ্যদ্রব্যাদি উৎসর্গ করেন।
Why Hindus perform Tarpan on the day of Mahalaya? know the mythological story behind Tarpan.
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ