সঞ্জয় বৈরাগী: পারফিউম বিক্রি করে সেই পয়সায় টুইটার কেনার পরিকল্পনা! এমন ভাবনা কেবল মাত্র এলন মাস্কের (ElonMusk) পক্ষেই সম্ভব। মার্কেটিং যে নেগেটিভ দিক থেকেও হয় তা কেবল একটি মাত্র বাক্যেই প্রমান করে দেখালেন তিনি। ইতি মধ্যে তাঁর টুইট টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কি এমন লেখা ছিল যার জন্য একটা টুইটের রি-টুইট হয়েছে কয়েক হাজার। চলুন জেনে নেওয়া যাক। তিনি লিখেছেন ” দয়া করে আমার পারফিউম টি কিনুন যাতে করে আমি টুইটার কিন তে পারি” – এই এক লাইনের টুইটের রি-টুইট হয়েছে প্রায় ৩০ হাজার, তাও মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই।
ভাবা যায় একজন কোম্পানির কর্নধার তাঁর নিজের প্রোডাক্ট সরাসরি সোশ্যাল মিডিয়ায় সবাই কে কিনতে অনুরোধ করছেন। অনেকেই এটাকে ‘জোক’ বলে মন্তব্য করছেন , কিন্তু আদপে তা নয়। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি আসলে বিতর্ক উস্কে দিয়ে নিজের ব্রান্ডের প্রমোশন করলেন।
প্রসঙ্গত, টুইটার কেনা নিয়ে বাদানুবাদ এবং তাঁর জল গড়ায় আদালাত পর্যন্ত। এর মধ্যেই মার্কিন আদালত চলতি মাসের ২৮ তারিখের মধ্যে টুইটার কেনা নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন মাস্ক তা জানাতে নির্দেশ দেন।
টুইটার কেনা নিয়ে তাঁর সিদ্ধান্ত কি হবে সেটা তো সময় বলবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর এই এক লাইনের বক্তব্য অনেকের কাছেই শিক্ষণীয়। এই বিতর্কের মধ্যেই তিনি ঘোলা জলে মাছ ধরলেন। কয়েকদিন আগেই ‘বার্ন্ট হেয়ার’ (Burnt Hair) নামে একটি পারফিউমের বোতলের ছবি টুইটারে পোস্ট করেন, আর তার ঠিক তিন দিন পরেই বিতর্কের মাত্রা আরও বেশী উস্কে দিয়ে ব্রান্ড কে ভাইরাল করলেন।
উল্লেখ্য, এই নতুন সুগন্ধিটি মাস্কের ‘বোরিং কোম্পানির’ (boringcompany) পক্ষ থেকে আনা হচ্ছে। যার বাজারমূল্য হতে চলেছে ভারতীয় মুদ্রায় ৮৪০০ টাকা বা ১০০ ডলার। ইতিমধ্যেই এই সুগন্ধির প্রায় ১০০০০ বোতল বিক্রি হয়ে গিয়েছে বলেও জানান মাস্ক।