বরুণ মুখোপাধ্যায়ঃ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ৩০ এপ্রিল হওয়া পরীক্ষার ফল ৪৮ দিনের মাথায় প্রকাশ করা হল।
আরও পড়ুনঃ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
- অগ্নিপথ স্কিমে কয়েক হাজার সেনা কর্মী নিয়োগ
এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র হিমাংশু শেখর। দ্বিতীয় স্থানে আছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র হিমাংশু শেখর। দু’জনের নাম একই এবং তাঁরা দু’জনেই সিবিএসই বোর্ডের ছাত্র। জয়েন্ট এন্ট্রান্সের ইতিহাসে এইরকম ‘নেমসেক’ প্রথম। তৃতীয় হয়েছেন সিআইএসসিই বোর্ডের কলকাতা ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র সপ্তর্ষি মুখোপাধ্যায়। সূত্রের খবর, তালিকায় প্রথম ১০ জনের মধ্যে ৬ জনই সিবিএসই বোর্ডের ছাত্র।
এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জন্য নাম রেজিস্ট্রেশন করেছিলেন ১,১৪,০১৩ জন। তাদের মধ্যে ২৭৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসেছিলেন ৮১,৩৯৩ জন। পাশ করেছেন ৮০,১৩২ জন। পাশের হার ৯৮.৫%। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ৫৮,৬২৩ এবং ছাত্রীর সংখ্যা ২১,৫০৯ জন। জানা গেছে, এদের মধ্যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী আছেন ৬১,৭৯৪ জন এবং বাইরের রাজ্যের আছেন ১৮,৩৩৮ জন।
আগামী অগস্ট মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ইঞ্জিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচার বিভাগের জন্য কাউন্সিলিং শুরু হবে জানিয়েছেন পর্ষদ সভাপতি মলয়েন্দু সাহা।