তিয়াশা ভক্তাঃ দেশ জুড়ে শোকের ছায়া। গণতান্ত্রিক স্বাধীন ভারতে যাঁর ভোট দানেই প্রথম ভোটপর্বের সূচনা হয়েছিল সেই শ্যাম শরণ নেগি (Shyam Saran Negi) জীবনের শেষ ভোট দিয়ে আজ সকালেই চির বিদায় নিলেন ইহলোক থেকে।
মূলত বয়সজনিত অসুস্থতার কারণেই তাঁর এই বিদায়। ১৯১৭ সালের ১ লা জুলাই পরাধীন ভারতে জন্ম হয়েছিল এই ব্যক্তিত্বের । কিন্নর বাসিন্দা শ্যাম শরণ নেগি পেশায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। ১৯৫১ সালে পোলিং টিমের সদস্যও ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।
ভারত স্বাধীন হওয়ার পর প্রথম নির্বাচন হয় ১৯৫২ সালে। তবে হিমাচল প্রদেশের প্রত্যন্ত এলাকায় তুষার পাতের কারণে তা অনুষ্ঠিত হয় ১৯৫১ সালের ২৫ শে অক্টোবর। আর এই নির্বাচনেই প্রথম ভোটার ছিলেন তিনি।
তিনিই যে প্রথম ভোটার সরকারি ভাবে ঘোষিত হয় ২০০৭ সালে । ২০১০ সালে কর্মরত নেগি থাকতেন কল্পাতে। তৎকালীন মুখ্য নির্বাচনী কমিশনার নবীন চাওলা সেখানে যান এবং তাঁকে সম্মান জানান।
হিমাচল প্রদেশের আসন্ন ভোট ১২ই নভেম্বর,২০২২। জীবনের শেষ ভোট হারাতে চান না মাষ্টারমশাই ,তাই ১২ ডি ফর্ম ফিলাপ করেছিলেন। ২ রা নভেম্বর জীবনের শেষ লগ্নে তিনি বাড়িতে পোস্টাল ব্যালটে তাঁর শেষ ভোট দেন। এটি তাঁর জীবনের ৩৪ নং ভোট। এই প্রথমবার তিনি যেতে পারলেন না ভোট কেন্দ্রে। তিনি বলতেন নির্বাচনীতে অংশ নেওয়া আমাদের শুধু অধিকার নয়। এটা আমাদের কর্তব্য। তাঁকে সম্মান জানাতে বাড়িতে বিছিয়ে দেওয়া হয় লাল কার্পেট । এই দিন তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন নির্বাচনী উচ্চআধিকারিকরা।
তবে তাঁকে একবার দেখা গিয়েছিল সিনে জগতের বড়ো পর্দায়। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ সনম রে ‘ মুভিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।
তাঁর এই বেদনা ভরা চলে যাওয়াতে শোকাহত সারা দেশ। শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সূত্রে খবর, তাঁর শেষকৃত্য করা হবে রাষ্ট্রীয় মর্যাদায়।
The country’s first voter 106-year old Master Shyam Saran Negi passes away