স্নিগ্ধা হালদারঃ প্রতিবছরের ন্যায় এ বছরেও সেরা বন্যপ্রাণীর ছবি (Best Wildlife photography 2022) প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করল লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী বন্যপ্রাণী ফটোগ্রাফি অনুরাগীদের পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড বিজয়ীর জন্য অনলাইনে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ৯৫ টি দেশের ৩৮,০০০ টির বেশি ছবির মধ্যে ২০টি অত্যাশ্চর্য ছবি বাছাই করা হয়েছে।
ফটোগুলি বর্তমানে লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রদর্শনীতে রাখা হয়েছে।
৫৭তম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন মার্কিন নিবাসী ক্যারিন আইগনার। ছবিটি ছিল একটি উন্মত্ত মৌমাছির বল। টেক্সাসের উত্তপ্ত বালি জুড়ে ক্যাকটাস মৌমাছি ঝাঁকে ঝাঁকে উড়ছে এবং সেটিকে দেখতে ঠিক একটি বলের মত। তার মধ্যে একটি রানী মৌমাছি এবং তার চারিদিক জুড়ে পুরুষ মৌমাছি উড়ে চলেছে। সাধারণত সঙ্গমের সময় মৌমাছিরা এইভাবে একত্রিত হয়। যদিও এইসময় ছবি তোলা যথেষ্ট কষ্টসাধ্য তবুও ক্যারিন আইগনার খুবই সাহসিকতার পরিচয় দিয়েছেন।
পরবর্তী অ্যাওয়ার্ড প্রাপ্ত ছবিটি হলো একটি ইঁদুর সাপ একটি বাদুর শিকার করছে তার ছবি। ছবিটি তুলেছেন ফার্নান্দো কনস্টান্টিনো মার্টিনেজ বেলমার।প্রতিদিন সন্ধ্যার সময় হাজার হাজার বাদুর গুহা থেকে খাবারের সন্ধানে বেরোয়। ঠিক তখনই ইঁদুর সাপ গুহার মাথা থেকে ঝুলে অপেক্ষা করে বাদুর গুলির জন্য। ইঁদুর সাপটি তার শিকার মুখে নিয়েই গুহার ফাটলে ফিরে যেত এবং এই সম্পূর্ণ ঘটনাটি কয়েক সেকেন্ডের ব্যবধানে শেষ হতো।ফার্নান্দো জানিয়েছেন তিনি শর্টের জন্য প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করতেন। এছাড়া তিনি আরও জানিয়েছেন যে তিনি এই শর্টের জন্য একরকম লাল আলো ব্যবহার করেছিলেন যা সাপ ও বাদুড়ের চোখে কম সংবেদনশীল।
আরও একটি পুরস্কৃত ছবি সবার মধ্যে বেশ সাড়া ফেলেছে সেটি হলো দিমিত্রি কোখের ‘ভাল্লুকের ঘর ‘। দিমিত্রি এই ছবিটি রাশিয়ার কলিউচিনে একটি নির্জন বসতিতে তুলেছিলেন। সেখানে একটি মেরু ভাল্লুককে তিনি বিচরণ করতে দেখেন । দিমিত্রি জানান ভাল্লুকটি যখন জানালা দরজা দিয়ে কিছু খুজছিলো বা দেখছিল তখন তিনি ছবিটি তোলেন এবং এর জন্য তিনি একটি কম আওয়াজের ড্রোন ব্যবহার করেছিলেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ