সন্তু সামন্তঃ বাসে করে যেতে যেখানে প্রায় ১ ঘণ্টা লাগত এবার সেই পথ মাত্র ২১ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। সৌজন্যে মেট্রো রেল। মেট্রো রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়া যাবে মাত্র ২১ মিনিটে। আজ অফিসিয়ালি উদ্বোধন হলেও আগামী বৃহস্পতিবার সর্বসাধারণের জন্য শিয়ালদহ মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে।
সূত্রের খবর, আপাতত দৈনিক ১০০ টি মেট্রো চলবে। বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলে সকাল ৮ টা থেকে সন্ধ্যে সাড়ে ৭ টা পর্যন্ত। তবে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হওয়ায় মেট্রোর সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার থেকে এই রুটে সকাল ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত মেট্রো চলবে। অফিস সময়ে ১৫ মিনিট অন্তর আর বাকি সময় ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। শিয়ালদহ মেট্রো তার চলার পথে জুড়ছে মোট ৭ টি স্টেশনকে। দেখে নিন ভাড়া – শিয়ালদহ থেকে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত ভাড়া -১০ টাকা, আবার সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া- ২০ টাকা।
মেট্রো রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রতিদিন প্রায় ১ লক্ষ যাত্রী শিয়ালদহ মেট্রো স্টেশন ব্যবহার করবেন। অটোম্যাটিক টিকিট ভেন্ডিং মেশিন, কাস্টমার কেয়ার কিয়স্ক, লিফট, এস্কেলেটার, সহজে ট্রেনে ওঠানামার জন্য ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর, আধুনিক মানের টয়লেট, পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক সুবিধা রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। ২০২৫ সালের মধ্যে প্রতিদিন প্রায় ২ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, যাত্রীদের কাছে এই স্টেশন শিয়ালদহ নামে পরিচিত হলেও মেট্রো রেলের খাতায় এই স্টেশনের নাম DTDC শিয়ালদহ মেট্রো। কারণ উদ্বোধনের আগেই এই স্টেশনের কো-ব্র্যান্ডিং হয়ে যায়। মেট্রোর ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনও স্টেশন উদ্বোধন হওয়ার আগেই ৩ বছরের চুক্তিতে কো-ব্র্যান্ডিং হয়ে গেছে। টাকার অঙ্কটাও নেহাত কম নয়। প্রতি বছর DTDC কে কো-ব্র্যান্ডিং এর জন্য মেট্রোকে দিতে হবে ৭৬ লক্ষ ৫০ হাজার টাকা।