সন্তু সামন্তঃ ভিসা পেতে গেলে পুলিশের শংসাপত্র দরকার হয়। এটাই সরকারি নিয়ম। তবে এবার থেকে সৌদি আরবে (Saudi Arabia Visa) যাওয়ার ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর লাগবে না। এমনটাই জানিয়েছে দিল্লির সৌদি আরবের দূতাবাস।
সে দেশের দূতাবাসের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয় দ্বিপাক্ষিক সম্পর্ক কে আরও মজবুত করার লক্ষ্যে ভারতীয়দের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা বাতিল করা হল। তাই এবার থেকে কোনও ভারতীয় যদি সৌদি আরবে ঘুরতে যাওয়ার জন্য ভিসার আবেদন করেন সেক্ষেত্রে তাঁকে আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা করতে হবে না।
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাপ্রধানের সৌদি সফরের পরের বছরই দুই দেশের মধ্যে প্রথম যৌথ নৌ মহড়া আয়োজিত হয়। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশই নিজেদের মধ্যে সহযোগিতাতে সম্মত হয়েছে। বর্তমানে প্রায় ২০ লক্ষ ভারতীয় এখন সৌদি আরবে বসবাস করেন। কয়েক মাস আগেই প্রায় ১ লক্ষ ২০ হাজার ভারতীয়কে সৌদি আরবের ভিসা দেওয়ার ব্যবস্থা কর হয়েছে।
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি আজকের টুইট বার্তায় অনেকটাই স্পষ্ট। ব্যবসা বাণিজ্য সহ চাকরির ক্ষেত্রে দুই দেশের পারস্পারিক সহযোগিতা আরও বাড়বে, এমনটাই আশা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ।
|Saudi Arabia Visa|