সন্তু সামন্তঃ আজ থেকে প্রায় ২০০ টাকা কমল জ্বালানি গ্যাসের দাম। দেশের পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়েছে আজ থেকে এই দাম কার্যকর হবে। ১৯ কেজি এল পি জি সিলিন্ডারের দাম আজ থেকে কমল ১৯৮ টাকা। তবে এই দাম কেবলমাত্র দিল্লির জন্য। কলকাতায় দাম কমেছে ১৮২ টাকা।
আরও পড়ুনঃ
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
- সাব ইনস্পেক্টর পোস্টের পরীক্ষা ১৭ জুলাই
- রেল এ গ্রুপ ডি পোস্টে ১ কোটি পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হবে ১৭ আগস্ট
- ভারতীয় রেলের ICF এ বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
তবে বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৯ মে থেকে যা ছিল এখনও তাই আছে। প্রসঙ্গত, বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি এল পি জি সিলিন্ডারের দাম ১০২৯ টাকা।
উল্লেখ্য ১৯ কেজি এল পি জি সিলিন্ডার হোটেল রেস্তোরাঁর মত বানিজ্যিক কাজে ব্যবহার করা হয়। এই সিলিন্ডার বাড়িতে ব্যবহারের জন্য নয়। তাই ১৯ কেজি এল পি জি সিলিন্ডারএর দাম কমলেও বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন না হওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ কিন্তু রয়েই গেছে।