সুদীপ ঘোষঃ এক সময় ব্যাট হাতে কাঁপিয়েছেন মাঠ, এখন দেশের ক্রিকেটের প্রশাসনিক পদে অধিষ্ঠিত। কিন্তু আবার ব্যাট হাতে মাঠে ফিরতে চলেছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। অবসরের প্রায় ১০ বছর পর ব্যাট হাতে ক্রিকেট মাঠে নামবেন দাদা।
তবে সেই ম্যাচটি হবে লিজেন্ডস ক্রিকেট লিগের স্পেশাল ম্যাচ। বিশ্বের সেরা অবসর প্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে তৈরি এই লীগের বছরের সংস্করণ বসতে চলেছে ভারতের মাটিতে। তাছাড়া এই লিগের মধ্যেই দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ম্যাচও অনুষ্ঠিত হবে।সেই লীগের ম্যাচেই মাঠে নামতে চলেছেন প্রিন্স অফ কলকাতা।
বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট বর্তমানে ইংল্যান্ডে আছেন সেখান থেকেই নিজের শরীর চর্চার ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেই থেকেই শুরু হয় গুঞ্জন। পড়ে জানা যায়, সত্যি সত্যি মাঠে নামতে চলেছেন দাদা। তারই প্রস্তুতি শুরু করেছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসছে অফসাইডের ভগবানের দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল উৎসাহ। দেশের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ককে ব্যাট হাতে বাইশ গজে আবার দেখতে পেলে হাজার হাজার ৯০- এর দশকের ক্রিকেটপ্রেমীদের সামনে ভেসে উঠবে নস্টালজিক ইতিহাস। ক্রিকেটের মাঠে আবার দাদাগিরি দেখতে অপেক্ষা শুরু বাঙালি সৌরভ প্রেমীদের।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ