সন্তু সামন্তঃ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নেপালের নির্বাচনে আন্তর্জাতিক অবজারভার (CEC in Nepal as observer) হিসেবে আমন্ত্রিত হলেন। নেপালের প্রধান অতিথি হিসেবে আজ থেকে ২২ নভেম্বর তিনি উপস্থিত থাকছেন নেপালে।
নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির নির্বাচন হবে ২০ নভেম্বর। ৭ টি প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে ৫৫০ টি সিট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ ২৭৫ টি সিটের জন্য নির্বাচন হবে ওইদিন। কাঠমান্ডু সহ সংশ্লিষ্ট এলাকার বুথগুলিতে পরিদর্শন করবেন শ্রী রাজীব কুমার (Shri Rajiv Kumar)।
পথচলা শুরু আরামবাগ মেডিক্যাল কলেজ এর, ভর্তি চলছে MBBS কোর্সে
উল্লেখ্য, ভারতের নির্বাচনের সময়ও এই ধরনের “International Election Visitors Program” এ বিদেশি প্রতিনিধিরা ভারতে আসেন। এই ধরনের প্রতিনিধি আমন্ত্রনের মূল উদ্দেশ্য নির্বাচনী ব্যবস্থাপনার পারস্পারিক উন্নয়ন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে India International Institute of Democracy and Election Management । এখনও পর্যন্ত প্রায় ১০৯ টি দেশের ২২০০ প্রতিনিধিকে প্রশিক্ষিত করার পাশাপাশি পারস্পারিক ব্যবস্থাপনা শেয়ার করেছে কমিশনের এই প্রতিষ্ঠান। এর মধ্যে কেবলমাত্র নেপালের ৭০ জন নির্বাচনী অফিসার ভারতে এসে প্রশিক্ষিত হয়েছেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ইলেকশন বডির (World Election Bodies) প্রধান হিসেবে ২০১৯ থেকে ২০২২ এর অক্টোবর পর্যন্ত দায়িত্ব সামলেছে ভারতের নির্বাচন কমিশন। বর্তমানে ১০৯ টি দেশের ১১৯ টি নির্বাচনী সংস্থা এই আন্তর্জাতিক সংগঠনের সদস্য। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনী সংস্থা হিসেবে আবারও সম্প্রতি আন্তর্জাতিক সংগঠনের মুখ্য দায়িত্ব পেয়েছে ভারতের নির্বাচন কমিশন।
| CEC in Nepal as observer | Shri Rajiv Kumar |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।