সঞ্জয় বৈরাগীঃ খুব শীঘ্রই ইতিহাস গড়তে চলেছে দেশের লাইফলাইন হিসাবে সুপরিচিত ভারতীয় রেল। সম্প্রতি, রেল মন্ত্রকের তরফ থেকে একটি নির্মীয়মান রেল সেতুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেটি থেকে জানতে পারা যাচ্ছে যে, দেশের প্রথম ভার্টিক্যাল লিফট রেলব্রিজের (vertical lift Railway) কাজ অতি দ্রুত সম্পন্ন করতে চলেছে ভারতীয় রেল।
সংবাদ মাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী, এই নির্মীয়মান রেল সেতুটির নাম পামবান সেতু। যেটি ভারতের মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে সংযুক্ত করেছে।দেশের প্রথম এই উল্লম্ব উত্তোলন সমুদ্র সেতুর ৮১ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে।
পাশাপাশি এটিও জানা যাচ্ছে যে, নতুন সেতুটির নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫০ কোটি টাকা। সেইসঙ্গে,সেতুটির দৈর্ঘ্য হবে ২ কিলোমিটারেরও বেশি। এছাড়াও, সম্ভাব্য বিপদ এড়াতে ব্রিজটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২.৫ মিটার উপরে নির্মাণ করা হচ্ছে।
প্রসঙ্গত, এই ব্রিজটি যাত্রীবাহী জাহাজ যাওয়ার সময় খাড়াভাবে দু’দিকে উঠে যাবে। এর ফলে জাহাজ চলাচলে কোনোরকম অসুবিধে হবে না। এমনকি, দু’টি জাহাজ একইসাথে এই সেতুকে খুব সহজেই অতিক্রম করতে পারবে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য,ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে,এই নবনির্মীয়মান সেতুটি ১০৪ বছরের পুরনো পামবান রেলওয়ে সেতুকে প্রতিস্থাপন করবে।তবে কবে নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হবে সেই প্রসঙ্গে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই নতুন পামবান সেতুটি চালু হলে রামেশ্বরম অঞ্চলের পর্যটন শিল্পের সম্ভাবনা আরো বাড়বে বলেই আশা করা হচ্ছে।
India’s 1st vertical lift Railway Sea Bridge
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ