সুদীপ ঘোষঃ কলকাতায় ডাক্তারদের জীবনী নিয়ে তৈরি বই প্রকাশের অনুষ্ঠানে বাঙালি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতার হোচিমিন সরণির নিকটে একটি হলে “লিভার ফাউন্ডেশন” উদ্যোগে “একশো তারার আলো” শীর্ষক বই প্রকাশে উপস্থিত ছিলেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ।
প্রায় শতাধিক বাঙালি চিকিৎসকের জীবনী ও কীর্তি রয়েছে এই বইয়ের মধ্যে। এই বইয়ে রয়েছে কাদম্বিনী গাঙ্গুলী, মধুসূদন গুপ্ত , বিধানচন্দ্ররায় সহ প্রায় ১০৫জন বাঙালি ঐতিহাসিক ডাক্তারদের সমাজে অবদান, শিল্প- সাহিত্য চর্চা,চিকিৎসা, আবিষ্কারের কাহিনী।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই প্রজন্মের বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ আর্থসামাজিক দিক থেকে ভারতের চিকিৎসা ক্ষেত্রে তিনটি বিশেষ সমস্যার কথা তুলে ধরেন।
প্রথমত, এদেশের রোগীরা নিজেদের সমস্যা সঠিক ভাবে চিকিৎসকদের বোঝাতে পারেন না। দ্বিতীয়ত, এখনকার মহিলারা ডাক্তারের কাছে যেতে কুন্ঠিতবোধ করেন। আর তৃতীয়ত, খরচের কারণে রোগী ও চিকিৎসকরা রোগ নির্ণয়ে পরীক্ষা- নিরীক্ষা এড়িয়ে যান। দারিদ্র্য অর্থনীতির এই প্রবক্তা, চিকিৎসকদের আরও বেশি বেশি করে রিসার্চ অর্থাৎ রোগ নির্ণয়ের উপর জোর দেওয়ার সুপরামর্শ দেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় আছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজে গর্বিত এবং তিনি অর্গানাইজারদের ধন্যবাদ জানান । তিনি আরও জানান, এই চিকিৎসকদের ইতিহাস নির্ভর এই বই আগামী দিনে নতুন প্রজন্মের জন্য খুব কাজের হবে । নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিজেদের মধ্যে পেয়ে খুবই আনন্দিত হন বাংলার চিকিৎসকরা।