বরুণ মুখোপাধ্যায়ঃ বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১। শেষ খবর পাওয়া পর্যন্ত, আফগানিস্তানে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত ৭০০। তবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
সূত্রের খবর, আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে অবস্থিত খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তি কেন্দ্র। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের প্রকাশ। ইতিমধ্যেই ত্রাণের জন্য তালিবান প্রশাসন বিভিন্ন দেশের কাছে সাহায্যের আবেদন করেছে।
আরও পড়ুনঃ
- অগ্নিপথ স্কিমে ভারতীয় বায়ুসেনাতে নিয়োগ
- WBCS প্রিলির আনসার কি প্রকাশ করল পি এস সি
- পশ্চিমবঙ্গ সার্কেলে গ্রামীণ ডাক সেবক পোস্টে ১৯৫৮ জনের চাকরি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- টাইপিং টেস্টের সংশোধিত গাইডলাইন প্রকাশ করল SSC
পাকিস্তানের বিভিন্ন প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই। আফগানিস্তানে ভূমিকম্পের জেরে উত্তর-পশ্চিম ভারতেও মৃদু কম্পন অনুভব করা গেছে বলে সূত্রের খবর।