ওয়েব ডেস্কঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যে ঊর্ধ্বমুখী তা জানান দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজারের গণ্ডি। মারা গেছেন ৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৪২৭০ জন, যারা হাসপাতালে বা হোম আইসোলেশনে আছেন। রাজ্যে মোট করোনা মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১,২৩১ জন।
অপর দিকে দেশে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৪২৪৫, মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে সুস্থও হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।
এরই মধ্যে উদ্বিগ্ন প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজির, তিনি জানান ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সন্ধান পাওয়া গেছে ওমিক্রনের এক নতুন প্রজাতির। ভ্যারিয়েন্ট টি কে চিহ্নিত করা হয়েছে BA 2.75 নামে।
তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনই ভয়ের কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হলেও মৃত্যুর সম্ভাবনা কম। ইতিপূর্বে ওমিক্রনের B.A.4 এবং B.A.5 সাব ভ্যারিয়েন্ট মহারাষ্ট্রের সাত জন আক্রান্ত হয়ে ছিলেন।