বরুণ মুখোপাধ্যায়: যেখানে সেখানে থুথু ফেলার বদ অভ্যাস অনেকেরই আছে। রাস্তা, দেওয়াল, ব্রিজ প্রভৃতি জায়গাতে তো বটেই, এমনকি ট্রেন-বাসের ভিতরে অথবা জানলা থেকে মুখ বাড়িয়ে বাইরে পানের পিক ফেলতেও দু-বার ভাবেন না।
এবার আরও এক ধাপ এগিয়ে এক কীর্তিমান নিদর্শন সৃষ্টি করেছেন। একেবারে বিমানে উঠে মাঝ আকাশের বুকে যে এমন নজির সৃষ্টি করে আসা যায়—এমন সাহস আগে হয়ত কেউ দেখাননি। এমনই এক ছবি দেখে স্রেফ তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।
সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এই রকম একটি ছবি যেখানে দেখা যাচ্ছে বিমানের জানলার ঠিক নীচে পানের পিক ফেলার স্পষ্ট দাগ।এই ছবি দেখে টুইটারে অসন্তোষ প্রকাশ করেছেন যেমন অনেকে, তেমনই বিমানে চড়া যাত্রীদের শিক্ষা ও নোংরা মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ। ১২ হাজারেরও বেশি মানুষ ইম্প্রেশন দিয়েছেন; রি-টুইট হয়েছে ১১০০-এরও বেশি।
আপনার কি মনে হয় ? এই ধরনের আচরণ কি আদৌ ঠিক ? আপনার মতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই ধরনের আচরণ বন্ধ করতে ? জানান নীচের কমেন্ট সেকশনে ।