দেবস্মিতা দলুই : ছত্তিশগড়ের সুকমা জেলা নকশাল অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। আর জনগণের সুরক্ষায় সতর্ক থাকেন কেন্দ্রীয় কোবরা বাহিনী। তবে না। এবার সেই পরিচিত দৃশ্য উধাও। বরং ভাইরাল হয়েছে কোবরা বাহিনীর নাচের দৃশ্য।
আরও পড়ুন –
- কলকাতা পুলিশে মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ
- এবার সবার জন্য কাজের খোঁজ
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
আসলে, সুকমায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন সেখানকার সাংস্কৃতিক রীতি অনুযায়ী গান গাইতে ও নাচতে থাকেন। তখন কোবরা ২০৬ ব্যাটালিয়নের সৈন্যরা সেই স্থানে পৌঁছান এবং স্থানীয় জনগণের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন; নাচতে শুরু করেন ও তাদের অনুষ্ঠানকে আনন্দের সাথে সমর্থন করেন।
এই অভিজ্ঞতাটি সেখানকার মানুষজনের কাছে এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল। কারণ, যে জওয়ানরা সারাক্ষন তাদের সুরক্ষাতে নিযুক্ত থাকেন তারা তাদের আনন্দের ও অংশীদার হয়ে উঠলেন।