মৌপিয়া মাইতিঃ আজ ১৩ ই আগস্ট, বাঁ-হাতিদের জন্য বিশেষ দিন। সাধারণের থেকে একটু আলাদা হলেই সমাজে তাকে বাঁকা চোখে দেখা হয়। তাই ডানহাতি মানুষদের মাঝে বসবাস করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বাঁ-হাতি দেরও।
১৯৭৬ সালে ডিন.আর.ক্যাম্পবেল প্রথম আন্তজার্তিক বাঁহাতি দিবস পালন করেন, প্রধানত বাঁ-হাতিদের প্রতিদিনের সমস্যার সম্পর্কে সচেতনতা বাড়াতেই তাঁর এই উদ্যোগ। তিনি ‘Left handers international inc’ নামক একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। বাঁ-হাতিদেরও যে অনন্য ক্ষমতা আছে তা সম্বন্ধে সবাইকে জানানোই এই ক্লাবের মূল লক্ষ্য ছিল। তারপর থেকেই প্রতি বছর ১৩ আগস্ট ‘International Left-Handers Day ‘ হিসাবে পালিত হয়।
জাতির জনক মহাত্মা গান্ধী, শিল্পী পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, বিজ্ঞানী স্যার আইজ্যাক, নিউটন প্রমুখ মহান ব্যক্তিত্ব বাঁহাতি ছিলেন। এছাড়াও অমিতাভ বচ্চন, বিল গেটস, বারাক ওবামা, লেডি গাগা, রজনীকান্ত, সৌরভ গাঙ্গুলী, সচিন তেন্ডুলকর, টাটার মত বিখ্যাত মানুষজন বাঁহাতি। আজ লেফট হ্যান্ডার দের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন ‘গড অফ ক্রিকেট’ ।
বাঁ-হাতিদের নিয়ে কিছু মজার তথ্যঃ
• পৃথিবীর প্রায় শতকরা ১০-১২ % মানুষ বাঁহাতি হন।
• বাঁ-হাতিরা মস্তিষ্কের বাঁদিকের তুলনায় ডানদিক বেশি ব্যাবহার করেন।
• বিশেষজ্ঞদের মতে বাঁহাতি মানুষরা স্ট্রোক থেকে দ্রুত সেরে ওঠেন সাধারণ মানুষের তুলনায়।
• গবেষণায় দেখা গেছে পৃথিবীর বেশিরভাগ চিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, আর্কিটেক্ট,বক্সার, টেনিস প্লেয়ার বাঁহাতি।
• বেসবল,টেবিল টেনিস, বক্সিং এইসব খেলায় বাঁহাতিরা ডানহাতি খেলোয়াড় প্রতিপক্ষ হিসেবে পেলে অতিরিক্ত সুবিধা পান।
আপনিও কী বাঁহাতে কাজ করার জন্য বন্ধুদের কাছে হাসির পাত্র হয়ে উঠছেন? এবার জেনে নিলেন তো সাধারন মানুষের থেকে আপনি অনেকটাই এগিয়ে। অন্যদেরও শেয়ার করে জানিয়ে দিন এই মজার তথ্য।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ