প্রিয়াঙ্কা মোদক: রান্না মানেই গ্যাস, আগুন, তেল, কড়াই, খুন্তি আরও অনেক কিছু। আর গরমের মধ্যে রান্নাঘরে অনেক সময় ধরে রান্না করাটাও খুব কষ্টের। চলুন আজ আগুন ছাড়াই অল্প কয়েকটি জিনিস দিয়ে বানিয়ে ফেলি জিভে জল আনা নতুন একটি খাবার।
উপকরণ– চকলেট কর্ণফ্লেক্স, চকলেট সিরাপ, ফ্রেশক্রিম, চেরি।
প্রণালী– প্রথমে একটা কাঁচের গ্লাস নিন এবং তাতে একটা চামচে করে কিছুটা চকলেট সিরাপ গ্লাসের গায়ে দিয়ে দিন। এরপর ৬ চামচ কর্ণফ্লেক্স নিয়ে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এবার ঐ কাঁচের গ্লাসের মধ্যে প্রথমে মিক্সিতে করা কর্ণফ্লেক্স গুঁড়ো ১ টেবিল চামচ দিয়ে দিন।
তার ওপর দিয়ে দিন ১ টেবিল চামচ চকলেট সিরাপ, আবার ঐ সিরাপের ওপর দিয়ে দিন ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম। তার ওপর আবারও দিন কর্ণফ্লেক্স গুঁড়ো ১ টেবিল চামচ। তার ওপর দিন ১ টেবিল চামচ চকলেট সিরাপ, তার ওপর আবার ১ টেবিল চামচ ফ্রেশক্রিম। এভাবেই দিতে থাকুন যতক্ষণ না পর্যন্ত গ্লাস টি পুরো ভর্তি হয়। সব শেষে ওপরে চেরি ও কিছু কর্ণফ্লেক্স দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি কর্ণফ্লেক্স।