সন্তু সামন্তঃ আজ বিশ্ব UFO (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দিবস। পৃথিবী ছাড়া বাইরের জগতে মানুষের মত বা তার থেকেও উন্নত প্রাণী আছে এই বিশ্বাস নিয়ে আজকের দিনটি পালন করা হয়। মহাকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তুর সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
প্রতিনিয়ত মহাকাশ বিজ্ঞানীরা নানান পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। কিন্তু মহাকাশে মাঝেমধ্যে দেখতে পাওয়া আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট নিয়ে এখনও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। তাই রয়ে গেছে নানা মুনির নানা মত।
আরও পড়ুনঃ
- ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে সাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এই সংস্থা গুলিতে আবেদন করুন
- কোচি শিপইয়ার্ড লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি কোম্পানি তে বিভিন্ন পদে নিয়োগ
প্রশ্ন ওঠে মাঝেমধ্যে দেখতে পাওয়া ভিডিওগুলি কি আদৌ সত্যি ? ইতিহাস বলছে ১৯০০ শতকে বিমানচালক কেনেথ আরনেল্ড ওয়াশিংটনের আকাশে ৯ টি অস্বাভাবিক বস্তু উড়ে যেতে দেখেছিলেন। অনেক প্রত্যক্ষদর্শীরা তার সমর্থনে বলেন তারাও গোলাকার ডিস্কের মত কিছু উড়ে যেতে দেখেছেন। তারপর থেকেই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা এলিয়েন দের অস্তিত্ব নিয়ে মানুষের মনে বিশ্বাস জন্মে যায়।
এমনকি বলিউড থেকে হলিউড এলিয়েনদের নিয়ে অনেক সিনেমাও তৈরি হয়েছে। এমনকি ALIENS AND UFOS নামে ফেসবুক গ্রুপ ও রয়েছে। যেখানে গ্রুপের সদস্যরা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখতে পেলে তার ছবি বা ভিডিও পোস্ট করেন।
তবে এলিয়েন থাক বা না থাক সারা বিশ্ব জুড়েই সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল এর খামতি নেই। এলিয়েনদের নিয়ে সিনেমার বক্স অফিস হিট বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ার কোনও পোস্ট এ লাইক, কমেন্ট, শেয়ার এর কোনও কমতি নেই। তাই বৈজ্ঞানিক ভাবে প্রমাণ হোক বা না হোক স্রোতের জোয়ারে গা ভাসাতে UFO দিবস পালনে নেটিজেনদের ভুমিকা নেহাত মন্দ নয়।