সুদীপ ঘোষঃ নাটক ও সিনেমায় অভিনয়ের সাফল্যের পর ছবি পরিচালনাতেও নিজের দক্ষতার সমান ছাপ রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের “মন্দার”- এর ব্যাপক সাফল্য পরিচালক হিসাবে তার দক্ষতার জাত চিনিয়েছে। “মন্দার”এর পর এবার বড়পর্দার জন্য ছবি পরিচালনার কাজ শুরু করলেন অনির্বাণ। পুজোতে মুক্তি পেতে চলেছে তার পরিচালিত “বল্লভপুরের রূপকথা”।
বিখ্যাত নাট্যকার বাদল সরকারের রচনা নির্ভর এই সিনেমার মুক্তি আগামী ২১শে অক্টোবর। আগেই এস.ভি.এফ- এর ব্যানারে এই সিনেমার অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। এবার আনুষ্ঠানিক ভাবে শুরু হল ছবির শ্যুটিং।
নিজেদের ট্যুইটার পেজ থেকে অনির্বাণের ছবি পরিচালনার ফটো শেয়ার করেছে এস. ভি.এফ। কিন্তু এখনো কোনো অভিনেতা বা অভিনেত্রীর ছবি প্রকাশ করা হয় নি। যদিও এই প্রসঙ্গে অনির্বাণ আগেই জানিয়েছিলেন যে, কাস্টিং- এ অভিনেতা ও অভিনেত্রীর নাম এখনই প্রকাশ করা হবেনা। এই বিষয়ে দর্শকদের জন্য থাকছে দারুন চমক। ছবির পোস্টার প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ছবিটি ঘিরে। অনেকেরই আশা পরিচালনার পাশাপাশি এই ছবিতেও অভিনেতা হিসাবে দেখা যাবে অনির্বাণকে।
নাটকের হাত ধরেই অভিনয় জগতে পথ চলা শুরু অনির্বাণের , তাই নাটকের সাথে তার শিকড়ের টান। সেই টানকে কাজে লাগিয়েই শেক্সফিয়ারের “ম্যাকবেথ” অবলম্বনে তৈরি করেছিলেন “মন্দার”। এবার বাঙালি নাট্যকার বাদল সরকারের লেখা গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার কাজ শুরু করলেন তিনি। “বল্লভপুরের রূপকথা” হরর কমেডি বা স্যাটায়ার রূপে পর্দায় আসতে চলেছে। বল্লভপুরের রায় পরিবারের উত্তরাধিকারী ভূপতি রায় ও তার চাকর মনোহরকে ঘিরে আবর্তিত হওয়া বাড়ি বিক্রির মজার গল্প নিয়েই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। অনির্বাণ নিজেই তৈরি করেছেন ছবির চিত্রনাট্য।