বরুণ মুখোপাধ্যায়ঃ কৌশিকী অমাবস্যার তিথিতে বহু পুণ্যার্থীর সমাগমে জমজমাট বীরভূম জেলার অন্যতম পীঠস্থান তারাপীঠ। প্রত্যেক বছর এই বিশেষ তিথিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তারাপীঠে। জেলার মহকুমা শহর রামপুরহাটের অদূরে এই স্থানটিতে বছরের সবসময়ই ভক্ত এবং সাধারণের সমাগম হলেও কৌশিকী অমাবস্যায় ছবিটা বরাবরই অন্যরকম।
শোনা যায় এই তিথিতে সারাবছরের পুজোর জন্য প্রয়োজনীয় ‘কুশ'(এক প্রকার ঘাস জাতীয় উদ্ভিদ) সংগ্রহ করা হয়। হিন্দু শাস্ত্র মতে এই বিশেষ তিথিতে কুশ তুললে তা বছরের অন্যান্য সময়েও পুজোতে ব্যবহার করা যেতে পারে; যেটা অন্য সময়ে তুললে ব্যবহার করা যায় না। মনে করা হয় এই কুশ শব্দটি থেকেই কৌশিকী কথাটা এসেছে।
এই বিশেষ তিথির নামকরণ সম্পর্কে নানান মিথ থাকলেও প্রকৃতপক্ষে কুশ থেকেই যে কৌশিকী কথাটা এসেছে সেটা বলাই বাহুল্য। প্রসঙ্গত, এই তারাপীঠ ছিল বামাখ্যাপার সাধন ক্ষেত্র। অনেকের মতে এই তিথিতেই নাকি তিনি মা তারার দর্শন লাভ করেছিলেন।
তাই উপলক্ষ যাই হোক না কেন, কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শন লাভের উদ্দেশ্যে তারাপীঠে থেকে ছুটে আসেন অগণিত মানুষ।