সন্তু সামন্তঃ বাঙালি তথা সারা বিশ্বের অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো বাকি আর মাত্র ১০০ দিন। সংস্কৃতি, শিল্প আর প্রাণ প্রাচুর্যে ভরা এই পুজো গত বছরই পেয়েছে ঐতিহ্যের সেরা স্বীকৃতি – “ইনটেনজিবল কালচারাল হেরিটেজ।
না, একে শুধুই পুজো না বলে বরং বলা ভালো উৎসব। হ্যাঁ, অবশ্যই এটি হিন্দু ধর্মের উৎসব। কিন্তু ধর্মের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে মানব সমাজের মিলনক্ষেত্র। সারা বিশ্বে একসঙ্গে আশ্বিন মাসের শুক্ল পক্ষে শুরু হয় দেবীপক্ষের শুভ সূচনা। মহালয়া থেকে দশমী – ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার সাথে দেখা হওয়ার এক অনাবিল আনন্দ।
আর সেই অনাবিল আনন্দকে বিশ্ববন্দিত করে তুলেছে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা – রেডরোডের শোভাযাত্রা। যা সারা বিশ্বের কাছে বাঙালির কৃষ্টি, সংস্কৃতি আর মিলন ক্ষেত্রের নিদর্শন হিসেবে পরিগণিত হয়েছে গত ৫ বছরে।
এই বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। আর দশমী ৫ অক্টোবর। এই কয়েকটা দিন ই কি শুধু উৎসব ? না তা কিন্তু নয়। আসলে এই পুজো ঘিরে জুড়ে রয়েছে বিপুল আর্থিক কর্মকাণ্ড। মৃৎশিল্পী থেকে শুরু করে খাবার দোকান, জামা কাপড়, পরিবহন, সাজ সরঞ্জাম – কি নেই এই কর্মকাণ্ডে। অন্নসংস্থানের মাধ্যমও হয় উৎসবের বাতাবরণ।
ধর্ম, বর্ণ, অর্থ নির্বিশেষে আরও আরও বেশি করে বিশ্বের প্রতিটি মানুষ জুড়ে যাক এই কর্মকাণ্ডে – বাঙালির তথা সারা বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হয়ে উঠুক বিশ্বের মিলনক্ষেত্র।