দেবস্মিতা দলুইঃ UPI ব্যবহারকারীদের জন্য এবার একটি দারুণ সুখবর আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত বুধবার আর বি আই, ক্রেডিট কার্ডের সাথে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউ পি আই এর লিংকের জন্য প্রস্তাব দিয়েছে। তবে এই সুবিধা এখন শুধুমাত্র রূপে ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য হবে।
এতদিন ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমে সেভিংস ও কারেন্ট একাউন্টের সাথে লিংক করে টাকা ট্রানজাকশন-এর সুবিধা পাওয়া যেত। তবে এখন ব্যবহারকারীরা খুব শীঘ্রই তাদের রূপে ক্রেডিট কার্ডের সাথে ইউপিআই লিংক করে টাকা লেনদেন করতে পারবেন।
আরও পড়ুনঃ
- এবার চাকরি পাবেন আপনিও
- এয়ার ইন্ডিয়া তে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ
- কনস্টেবল পোস্টে শূন্যপদ বেড়ে হল ২২৬৬, মাধ্যমিক পাশ হলে আবেদন করুন আজই
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
আর বি আই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, গ্রাহকদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আরোও সুযোগ-সুবিধা প্রদান করার জন্য ইউপিআই এর সাথে ক্রেডিট কার্ডের লিঙ্ক করার অনুমতি দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সিস্টেম ডেভেলপমেন্ট সম্পন্ন করার পর এই সুবিধা সরাসরিভাবে গ্রাহকরা পাবেন। এর জন্য এনপিসিআই -কে প্রয়োজনীয় নির্দেশাবলী পাঠানো হয়েছে।
আর বি আই আরোও জানায় যে, বর্তমানে ২৬ কোটিরও বেশি ব্যবহারকারী এবং ৫ কোটিরও বেশি ব্যবসায়ী সংস্থা ইউ পি আই প্ল্যাটফর্ম ব্যবহার করছে এবং শুধুমাত্র মে ২০২২ সালে এই প্লাটফর্মে প্রায় ৫৯৪ কোটি টাকার লেনদেন প্রক্রিয়া হয়েছে যার নগদ মূল্য ১০ লক্ষ কোটি টাকারও বেশি। তাই ইউপিআই প্লাটফর্মে ক্রেডিট কার্ড সংযোগ হলে তা ডিজিটাল পেমেন্ট এর সুযোগ সুবিধা আরোও বাড়াবে।
প্রসঙ্গত, এই মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আর বি আই এর দ্বারা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলি দ্বারা ঋণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।