সন্তু সামন্তঃ আপনি কি জি মেল ব্যবহার করেন ? তাহলে আজ আপনার জন্য রয়েছে বাম্পার খবর ! কারণ এবার থেকে আপনি ইন্টারনেট ছাড়াই জি-মেল ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ
- MAKAUT এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
- NIELIT তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর
- ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে
আপনি হয়ত প্রতিদিন জি মেল ব্যবহার করেন। কিন্তু ইন্টারনেট ছাড়াই যে মেল পাঠানো বা রিসিভ করা যায় সেটা হয়ত জানতেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে আপনি ইন্টারনেট ছাড়াই জি মেল ব্যবহার করবেন –
১) প্রথমে কম্পিউটারে একটি উইন্ডো খোলার পর জি মেল অফলাইনে যেতে হবে। জি মেল অফলাইন পাওয়া যাবে এই লিঙ্কে –https://mail.google.com/mail/u/0/#settings/offline
২) আপনি আলাদা একটি ট্যাব নিয়ে ওপরের লিঙ্ক কপি পেস্ট করতে পারেন ।
৩) এই লিঙ্ক ওপেন হলে একটি অপশন আসবে, যেখানে আপনি এনাবেল অফলাইন মেল এর অপশন পাবেন। দেখতে খানিকটা এমন হবে – “ Enable offline mail”
আরও পড়ুনঃ মানুষ থেকে হয়ে গেল কুকুর
৪) এবার আপনি বা দিকের ঘরটিতে ক্লিক করে এনাবেল করুন।
৫) কতদিনের মেল সিঙ্ক করতে চান তার অপশন ও পাওয়া যাবে। আপনার দরকার মত বাছাই করে সেভ করে নিলেই অফলাইন মোড অ্যাক্টিভ হয়ে যাবে।
এবার আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ছাড়াই মেল ব্যবহার করতে পারবেন। এই সিক্রেট টিপস আপনি নিজে তো জানলেনই। অন্যান্যরাও যাতে এই সুবিধা নিতে পারে তাই এই পোস্ট টি শেয়ার করতে ভুলবেন না যেন।