সন্তু সামন্তঃ নিরাপত্তার খাতিরে দুচাকার সওয়ারিদের জন্য হেলমেট বাধ্যতামূলক। কিন্তু বেশ কয়েক ঘণ্টা হেলমেট পরে বাইক চালালে নিশ্বাস প্রশ্বাসের সমস্যা কম বেশি সবারই হয়। এর পাশাপাশি বায়ু দূষণ সেই সমস্যাকে কয়েক গুন বাড়িয়ে দেয়। কিন্তু বাজারে এমন কোনও হেলমেট নেই যা নিরাপত্তার পাশাপাশি বিশুদ্ধ বায়ুরও যোগান দেবে।
আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ
এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। বাজারে আসতে চলেছে অ্যান্টি পলিউশান হেলমেট (Anti pollution Helmet)। উদ্যোগে দিল্লির স্টার্ট আপ সংস্থা সিলোজ টেকনোল্যাব। সংস্থার প্রতিষ্ঠাতা অমিত পাঠকের কথায়, ভারতের কয়েক লক্ষ বাইকার কে প্রতিদিন দূষিত বায়ুর সম্মুখিন হতে হয়। ফলে দীর্ঘদিন বাইক চালালে বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। এবার এই সমস্যার সমাধান করবে অ্যান্টি পলিউশান হেলমেট।
কি এই অ্যান্টি পলিউশান হেলমেট ?
এই হেলমেটে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন ফিল্টার এবং ব্রাশলেস ডিসি ব্লোয়ার ফ্যান। যা দূষিত বাতাস কে বিশুদ্ধ বাতাসে পরিণত করবে। একটি বৈদ্যুতিন সার্কিট এই হেলমেটে থাকছে। আর চার্জিং এর জন্য থাকছে একটি ইউ এস বি পোর্ট। হেলমেট কেনার সঙ্গে বাইকার কে তার মোবাইলে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। হেলমেট টি পরিস্কার করার সময় হয়ে এলে এই অ্যাপ তা জানিয়ে দেবে।
সুত্রের খবর, হেলমেটটির ওজোন প্রায় দেড় কেজি। দাম রাখা হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। নয়ডার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এন্টারপ্রেনিওর পার্কে হেলমেট টি গুনমানে সসম্মানে উত্তীর্ণ হওয়ায় হওয়ায় বাণিজ্যিক ছাড়পত্র পেয়েছে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের জন্য রয়্যাল এনফিল্ড মোটর সাইলেকস এর সঙ্গে চুক্তি পাকা করে নিয়েছে সিলোজ টেকনোল্যাব। সারা দেশের বাইকার রা কবে এই হেলমেট হাতে পায় সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ