ওয়েব ডেস্কঃ করোনা আতঙ্ক কাটতে না কাটতেই দেখা দিল আর এক আতঙ্ক। এবার চিন্তা বাচ্চাদের নিয়ে। আর চিন্তার কারণ টোম্যাটো ফ্লু।
আরও পড়ুন –
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
- Breaking News: ক্লার্কশিপ ও মিসলেনিয়াস নিয়ে বড় ঘোষণা পি এস সি’র
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- অগ্রগামী পুলিশ নিয়োগের ইন্টারভিউ ৬ জুন
- বিভিন্ন পদে ৫ টি সংস্থায় নিয়োগ
কেরালার কিছু জায়গায় ৫ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন শিশু।
টোম্যাটোর মত দেখতে ফোস্কা হওয়ার কারণে ভাইরাসের এমন নাম। বিশেষজ্ঞদের মতে চিকুনগুনিয়া বা ডেঙ্গুর মত লক্ষণ দেখা দিচ্ছে ।
ডাক্তারদের দেওয়া তথ্য অনুযায়ী জেনে নিন এই রোগের লক্ষণ –
১) দেহের বিভিন্ন অংশে লাল লাল ফোস্কা হওয়া
২) ডিহাইড্রেশান
৩) সারা গায়ে যন্ত্রণা
৪) ধূম জ্বর, গলায় ব্যথা
৫) র্যাশ ও চুলকানি । এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, তলপেটে ব্যথা, দুর্বল , ক্লান্ত হয়ে যাওয়া এবং কফ দেখা দিতে পারে।
এমন লক্ষণ দেখা দিলে কি করবেন ?
প্রথমেই নিজেরা চিকিৎসা না করে হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন । জ্বর বা এই ধরনের লক্ষণ দেখা দিলে অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা / হাগ করা থেকে আপাতত কয়েকদিন বিরত রাখুন । বাচ্চার ব্যবহৃত জিনিসপত্র স্যানিটাইজ করুন। বাচ্চা কোনোভাবেই যাতে ডিহাইড্রেট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। শরীরে জলের মাত্রা ঠিক রাখার জন্য জল / দুধ বা ফলের রস যেটা বাচ্চা খেতে চায় তাই খাওয়ান। ত্বক পরিস্কার বা চান করানোর জন্য গরম জল ব্যবহার করুন।
এর পাশাপাশি, কফ বা সর্দি কাশি হলে রুমাল ব্যবহার কীভাবে করতে হয় তা বাচ্চাদের শেখান। মুখ দিয়ে নখ খোঁটা বা নখ দিয়ে চুলকানোর মত অভ্যাস যাতে না তৈরি হয় তা শেখাতে হবে বাচ্চাদের। হাইজিন কীভাবে মেনটেইন করতে হয় তা বাড়িতে বাচ্চাদের শেখাতে হবে।
মনে রাখবেন, কোনোভাবেই নিজেরা চিকিৎসা করবেন না। লক্ষণ দেখা দিলে হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন ।
তথ্যসূত্র – নারায়না হেলথ