সন্তু সামন্তঃ ক্রিকেট দুনিয়ায় হাই ভোল্টেজ ম্যাচ মানেই ভারত-পাকিস্তান (Ind-Pak) দ্বৈরথ। আর সেই হাই ভোল্টেজ ম্যাচ হবে আর মাত্র ৫ দিন পরেই। এর মধ্যেই ভারতীয় ক্রিকেট শিবিরে বড়সড় ধাক্কা। করোনা আক্রান্ত হলেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
আজই এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহির বিমানে রওনা হওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু তার আগেই করোনা আক্রান্ত হলেন হেড কোচ রাহুল দ্রাবিড়। বি সি সি আই এর তরফে হেড কোচের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই ভারত পাকিস্তান ম্যাচে দ্রাবিড়ের যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গিয়েছে, হেড কোচ এর অনুপস্থিতিতে দায়িত্ব সামলাতে হতে পারে ভি ভি এস লক্ষ্মণ কে। এর আগে জিম্বাবয়ে সফরে কোচের দায়িত্ব সামলাতে হয়েছে লক্ষ্মণ কে। কারন তখন অসুস্থ ছিলেন দ্রাবিড়।
প্রসঙ্গত, গত বছর টি ২০ বিশ্বকাপের পরই জাতীয় কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল রাহুল কে। কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর এশিয়া কাপই ছিল বড় টুর্নামেন্ট। তার ওপর আর কয়েক মাস পরেই অস্ত্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। সেদিক থেকে দেখতে গেলে এশিয়া কাপ ইন্ডিয়া ক্রিকেট টিমের যেমন ওয়ার্ম আপ ম্যাচ তেমনি আগামি বিশ্বকাপে কে দলে থাকবে তাও নির্ধারণ হবে এই টুর্নামেন্ট এর পারফরম্যান্সে।
ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে হেড কোচ না থাকতে পারলেও পরবর্তী ম্যাচগুলোতে তিনি থাকতে পারবেন কিনা সেটাই এখন দেখার।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ