কোয়েল দত্ত: ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে কে না চায় বলুন তো? তবে কেউ পারে কেউ বা হারিয়ে ফেলে। আমরা সবাই চাই আমাদের কাছের মানুষদের সঙ্গে সম্পর্কগুলো অটুট থাকুক। কিন্তু অনেক সময়ই সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।
সত্যি কেনো এমনটা হয় কখনো কি ভেবে দেখেছেন?
জানেন কি বেশিরভাগ ক্ষেত্রে এটা তখনই ঘটে যখন আমরা নিজেদের “ইগো” কে মনের মধ্যে বেশি জায়গা দিয়ে ফেলি। আর হারিয়ে ফেলি পাশে থাকা মানুষ গুলোকে, আর তাদের সাথে হওয়া মধুর সম্পর্ক গুলোকে।
এই ৫ টি উপায়ে আপনি ইগো থেকে নিজেকে শত যোজন দূরে রাখতে পারবেন –
১) পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস – যে কোন সম্পর্কের প্রাথমিক শর্ত পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস। অকারণে সন্দেহ দূরত্ব তৈরি করে আর তা থেকে জন্ম নেয় ইগো।
২) মনের মধ্যে রাগ পুষে না রাখা – দূরত্ব তৈরি করে মনের মধ্যে কখনও রাগ পুষে রাখবেন না। এই রাগ শেষমেশ সম্পর্ক কে শেষ করে দেয়।
৩) সম্পর্কে সঠিক বোঝাপড়া – প্রতিটা মানুষেরই ভালো এবং খারাপ দুটো দিক ই থাকে। ভালো করলে প্রশংসা আর খারাপ এর ক্ষেত্রে বুঝিয়ে বলতে পারাটাই বোঝাপড়ার সেরা অস্ত্র
৪) চিন্তাধারার উন্নতি- নিজের মনের মধ্যে আসা চিন্তাগুলিকে সঠিক ভাবে বিবেচনা করে দেখা উচিত। প্রতিটা কাজে উলটোদিকের মানুষটার প্রতিক্রিয়া টাও ভেবে দেখা দরকার। আমার চিন্তাভাবনাই ঠিক আর সবাই ভুল এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।
৫) ভুল স্বীকার করা – ভুল মানুষ মাত্রেই করে। ভুল থেকে শিক্ষা নেওয়া এবং ভুল স্বীকার করা- মস্ত বড় গুন। এই গুন আয়ত্ত করতে পারলে সাবলীল হবে আপনার সম্পর্ক।