সৌমি ঘোষ: ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। চলতি মাসের ৩১ তারিখ রেল ধর্মঘটের ডাক দিলেন স্টেশন মাস্টাররা। এরফলে ঐ নির্দিষ্ট দিনে একাধিক ট্রেন পরিষেবা বাতিল হওয়ার সম্ভাবনা।
আরও পড়ুন-
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
- Breaking News: ক্লার্কশিপ ও মিসলেনিয়াস নিয়ে বড় ঘোষণা পি এস সি’র
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের তরফে স্টেশন মাস্টাররা ঐ দিন ধর্মঘটে সামিল হবেন কর্মী নিয়োগের দাবিতে। দক্ষিণ পশ্চিম রেলওয়ের তরফে দাবিপূরণের জন্য আবেদন করতে চলেছেন তারা। দাবিপূরণ না হলে ধর্মঘটের পথেই হাঁটবেন, এমনটাই সূত্রের খবর।
ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে এই মর্মে ধর্মঘটের নোটিশ জমা দিয়েছেন তাঁরা। দাবির তালিকায় রয়েছে শূন্যপদ পূরণ। ১৫০৩ টি স্টেশন মাস্টার পদের অনুমোদন রয়েছে অথচ স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করছেন ১২৪০ জন। ফলে কর্মীর অভাবে এক স্টেশন মাস্টারকে একাধিক শিফ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে। নির্ধারিত সময় ৮ ঘন্টা থেকে বেড়ে হয়েছে ১২ ঘন্টা। এছাড়াও যখন তখন দায়িত্ব পালনের জন্য ডেকে পাঠানো হচ্ছে, এমন অভিযোগ করছেন তাঁরা। রেলওয়ে কর্মচারীদের সঠিক ভাতা এবং বেসরকারি করণ রুখতেও তারা সোচ্চার হচ্ছেন।
অল ইন্ডিয়া স্টেশন অ্যাসোসিয়েশনের প্রধান টি .নেডুমারমন জানান, “সিগন্যাল নিয়ন্ত্রণে যন্ত্রের আধুনিকীকরণ করার ফলে কর্মী চাহিদা কমে গেলেও, স্টেশন মাস্টারদের ওপর কাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে।” তিনি এই বিষয়টি দ্রুত কর্তৃপক্ষের নজরাধীন করার অনুরোধ করেছেন, নচেৎ সাধারণ মানুষের বিপত্তি বাড়বে।