মৌপিয়া মাইতিঃ ঘুরে ঘুরে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং ছাড়া দূর্গাপুজা অসম্পূর্ণ। কলকাতা এবং শহরতলি এলাকায় এই সময় বাইরের মানুষের যাতায়াত ও অনেক বেড়ে যায়। যথারীতি পুজোর সময় সমস্ত যানবাহনে ভিড় থাকেই। ট্রেন বাড়িয়ে যাত্রীদের অনেকটাই সুবিধা দিল রেল।
পুজো উপলক্ষ্যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত শিয়ালদহ (Sealdah) শাখায় প্রতি রাতে বাড়তি ২০টি ট্রেন চালানো হবে।
• শিয়ালদহ থেকে রানাঘাটগামী শেষ ট্রেন রাত ১২:৪০ মিনিটে আর রানাঘাট থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন ১১:৪৫ মিনিটে
• শিয়ালদহ থেকে নৈহাটি যাওয়ার শেষ ট্রেন ১১:৪৫ মিনিট, ২:৩০ মিনিটে এবং নৈহাটি থেকে শিয়ালদহ যাওয়ার শেষ ট্রেন রাত ১২:২৫ মিনিটে এবং ২:৫৫ মিনিটে
• শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল যাবে রাত ১২:৪০ মিনিটে আর বনগাঁ থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন রাত ১১:৫৫ মিনিটে
• শিয়ালদহ থেকে ডানকুনি যাওয়ার লোকাল রাত ১১:৩০ মিনিটে এবং ডানকুনি থেকে শিয়ালদহগামী ট্রেন রাত ১২:২৫ মিনিটে
• রানাঘাট থেকে বনগাঁর ট্রেন ৯:৫৬ এবং বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন ১০ টায়
শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে। বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায় এবং বজবজ গামী ট্রেন রাত ১১.৩০টায়। শিয়ালদহ– বারুইপুর গামী ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০টায় এবং ২.২০ মিনিটে।
এছাড়াও হাওড়া শাখাতেও অনেক বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে রেল।
• ব্যান্ডেলগামী ট্রেন পাওয়া যাবে রাত ১২:৪৫ মিনিটে ও ১ টায় এবং ব্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১০ টায় ও ১০:৩০ টায়।
• বর্ধমান মেন লাইনের ট্রেন যাবে রাত ১:৫১ মিনিটে।বর্ধমান থেকে হাওড়া গামী ট্রেন ছাড়বে রাত ১১:৩০ টায়।
• হাওড়া থেকে কর্ডগামী ট্রেন যাবে রাত ১:১৫ মিনিটে
• শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেন ছাড়বে রাত ১২:২৫ মিনিটে
তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে ১১ টার সময়।
এবার আর ঠাকুর দেখতে যাওয়া বা ফেরার পথে আর চিন্তা করতে হবেনা ট্রেন নিয়ে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ