অঋনদম সরকারঃ- সম্প্রতি ২০২২ সালের জানুয়ারিতে ভাইরাল হয়েছিল বীরভূমের এক অখ্যাত বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের কাঁচা বাদাম গান।
তবে এবার কিন্তু ভূবন বাবু নন বরং অপর এক ইন্টারনেট সেনসেশন কাচা বাদাম গেয়ে ভাইরাল হলেন ।
রানাঘাট স্টেশনের সেই গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পীর কথা মনে পড়ে ! হ্যা ঠিকই ধরেছেন রানু মন্ডলের কথাই বলছি ।
সম্প্রতি নেট মাধ্যমে প্রকাশিত হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাল শাড়ি , সোনার গয়না গায়ে বাঙালী নববধূর সাজে কাচা বাদাম গানটি গাইছেন রানু দি । আর সেই ভিডিওতেই এখন মন মজেছে নেটনাগরিকদের ।
আসুন দেখে নেওয়া যাক রানু মন্ডলের গলায় কাচা বাদামের নতুন সেই এডিসন ।