বরুণ মুখোপাধ্যায়: এশিয়া কাপ হকি (২০২২)-তে ভারতীয় পুরুষ দল ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে পর্যুদস্ত করে শেষ চারে যাওয়ার টিকিট পাকা করল।
এর ফলে পুল(গ্রুপ)-১ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে প্রবেশ করল ভারত।
আরও পড়ুন –
- কলকাতা পুলিশে মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ
- এবার সবার জন্য কাজের খোঁজ
- বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
- এবার বাড়িতেই কোর্স করে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট
- একাধিক কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
পয়েন্ট একই থাকলেও গোল পার্থক্যের কারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের থেকে লিগ টেবিলে এগিয়ে ছিল ভারত, আর সে কারণেই নক-আউট পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনাল বা সুপার-ফোর(৪)-এ পৌঁছনোর জন্য ভারতের গোল পার্থক্য অন্ততপক্ষে ১৬ দরকার ছিল। ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারানোয় ভারতের কাছে শেষ চারে পৌঁছতে আর কোনও বাধা থাকল না।
প্রাক্তন অধিনায়ক ও বর্তমান ভারতীয় হকি দলের কোচ সর্দার সিং এ দিনের খেলার ফলাফলে বেশ উচ্ছ্বসিত। এই ম্যাচে ৫টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন ভারতীয় দলের ডিফেন্ডার তথা সহ-অধিনায়ক দিপসান তিরকে। গত বছরের এশিয়া কাপ বিজয়ী ভারতকে পরবর্তী খেলায় জাপানের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে আগামী ২৮ মে।
প্রসঙ্গত, এশিয়া কাপ হকি-২০২২ টুর্নামেন্টে ভারত-সহ অংশগ্রহণ করছে মোট আটটি এশিয়ার দেশ। পুল-১ এ ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া। অন্যদিকে পুল-২ এ রয়েছে দঃ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও ওমান।
গত ২৩ মে থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। তিনবারের চ্যাম্পিয়ন ভারত এবারেও জয়ের স্বাদ পায় কিনা সেটাই এখন দেখার।
আপনার কি মনে হয় ? ভারত কি পারবে জয়ের স্বাদ নিতে ? জানান আপনার মতামত। কমেন্ট করুন কমেন্ট বক্সে।