তিয়াশা ভক্তাঃ শীতকাল মানেই ছোট খাটো ভ্রমণের মরসুম। তা তীর্থস্থান হোক বা অন্য কোথাও। আর তাই দর্শনার্থীদের কথা ভেবে ডিসেম্বর মাসের জন্য স্পেশাল টিকিটের ব্যাবস্থা রাখছে তিরুমালা তিরুপতি দেবস্থানামস (Tirupati Temple) ।
এই স্পেশাল টিকিটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। চলতি মাসের ১১ তারিখ সকাল ১০টা থেকেই চালু হবে এই টিকিট।
পাহাড়প্রেমী ভক্তরা এই সময়ের জন্য মুখিয়ে থাকে সারা বছর । তবে আর লাইনে দাঁড়িয়ে নয়। Tirupati Temple এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যেকোনো সময়ে এই স্পেশাল দর্শন টিকিট বুক করতে পারবে ভক্তরা। প্রথমে ওয়েব সাইটে গিয়ে নিজেদের নাম রেজিষ্টার করতে হবে। তারপর নিজেদের পছন্দ মতো তারিখ ও সময় বেছে নিয়ে নির্ধারিত মূল্য পেমেন্ট করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি উঠে এসেছে তিরুপতি মন্দিরের সম্পত্তির খতিয়ান তাতে জানা যায় তিরুপতি মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ২.২৬ লক্ষ কোটি টাকা। এর সাক্ষী থাকতে করোনা পরিস্থিতির পর এই বছর বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বেঙ্কটেশ্বর দর্শনে উপচে পড়বে দর্শনার্থী এমনটাই আশা রাখছে TTD।
সূত্রে খবর, বিগত বছরের নথি অনুযায়ী প্রতিদিন বরাদ্দ থাকতো প্রায় ৯০০০ টিকিট। টিকিট দেওয়া চলবে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।