ওয়েব ডেস্কঃ একটি ১৬ সেকেন্ডের ছোট্ট ক্লিপই বদলে দিতে পারে আমাদের জীবন, যদি ভিডিয়ো টি শেষ পর্যন্ত মন দিয়ে দেখা যায়।
ফুটবল মাঠের এই ভিডিও তে একটি টাইব্রেকার-এর দৃশ্য দেখা যাচ্ছে। একজন শট নেওয়ার পর বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্ট-এর বারে লেগে মাঠে ফিরে আসে। স্বভাবতই জয়ের আনন্দে গোলরক্ষক সেলিব্রেশন শুরু করেন। কিন্ত বলটি মাঠে পড়েই ঘুরে যায় গোলপোস্টের দিকে, পরক্ষণেই সবার অলক্ষ্যে জালে ঢুকে জড়িয়ে যায় । অর্থাৎ গোল!
তাহলে এতে শেখার মত কি পাওয়া গেল? প্রথমত গোলরক্ষক যদি গোল ছেড়ে না বেড়িয়ে শেষ পর্যন্ত বলটিকে নজরে রাখতেন তবে শেষ হাসি তিনিই হাসতেন। অর্থাৎ খুব তাড়াতাড়ি কখনই উচ্ছ্বসিত হওয়া ঠিক নয়, শেষ পর্যন্ত লেগে থাকুন তবেই আসবে সাফল্য। দ্বিতীয়ত বিপক্ষ দলের গোল দাতাকেও প্রথমে বিমর্ষ হয়ে পড়তে দেখা যায়, কিন্তু তিনিই শেষে গোল করার আনন্দ উদযাপন করেন। অর্থাৎ ফলাফলের জন্য অপেক্ষা করুন, আগেই ভেঙে পরা উচিৎ না। সবার জন্য সুযোগ আসবেই, তাই শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করাটাও জরুরী।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ