বরুণ মুখোপাধ্যায়ঃ শ্বাসনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গত ১২ জুন তাঁকে নতুন দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ জুন শুক্রবার এক ট্যুইট বার্তায় কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই খবর জানান।
আরও পড়ুনঃ
- যোগ্যতা থাকলেই কাজের সুযোগ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
৭৫ বছর বয়সী কংগ্রেস সভানেত্রী গত কয়েকদিন আগে কোডিড আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। নাক থেকে রক্তপাত হওয়ায় কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর শ্বাসনালীতে সংক্রমণের পাশাপাশি করোনা পরবর্তী অসুস্থতারও চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, আগামী ২৩ জুন তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক তজরুপের অভিযোগে হাজিরার নোটিশ পাঠায় ইডি।
বর্ষীয়ান নেত্রীর অসুস্থতার খবর পেয়ে ট্যুইটারে তাঁর দ্রুত আরোগ্য কামনার বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।