বরুণ মুখোপাধ্যায়ঃ দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ভারতে আয়োজিত চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের চতুর্থ খেলার শেষে ফলাফল দাঁড়াল ২-২।
আরও পড়ুনঃ
- যোগ্যতা থাকলেই কাজের সুযোগ
- নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- BECIL এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল
শুক্রবার গুজরাটের রাজকোটে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এই নিয়ে সিরিজ়ের পরপর চারটি ম্যাচেই টসে জিতল প্রোটিয়া বাহিনী। প্রথম ব্যাট করতে নেমে ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৯ রান সংগ্রহ করে।
ভারতের পক্ষে সর্বাধিক রান করেন দীনেশ কার্তিক। তিনি ২৭ বলে দুটি ছক্কা সহযোগে ৫৫ রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দেন ভারতীয় দলকে। ভারতের ১৬৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৭ রান তোলে। দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে না পারলেও আরভিডি ডুসেন ২০ বলে ২০ রান করেন। বল হাতে ভারতীয় বোলার আবেশ খান বেশ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তিনি ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট সংগ্রহ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন দীনেশ কার্তিক। প্রসঙ্গত, টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলায় ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হিসাবে এটি তাঁর তৃতীয় সম্মান।
শুক্রবারের খেলায় দক্ষিণ আফ্রিকাকে কার্যত হোয়াইটওয়াশ করে পঞ্চম ম্যাচ তথা সিরিজ়ের ফলাফল নির্ধারক ম্যাচে প্রবেশ করল ভারত। আগামী রবিবার, ১৯ জুন ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সিরিজ়ের পঞ্চম ম্যাচ। শেষ হাসি কোন দল হাসে সেটা দেখার জন্য রবিবাসরীয় ফাইনাল খেলার দিকে তাকিয়ে থাকতেই হবে।